Saturday, August 23, 2025

আগামিকাল মোহনবাগানের সামনে ওড়িশা, শীর্ষস্থান নজর বাগান কোচের

Date:

Share post:

আগামিকাল আইএসএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ওড়িশা এফসি। জয়ের হ্যাটট্রিক করে আইএসএলের পয়েন্ট টেবলে শীর্ষে থাকা সার্জিও লোবেরার ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান। শনিবারের দ্বৈরথ দিমিত্রি পেত্রাতোসদের কাছে লিগ শীর্ষে ওঠার ম্যাচ। ওড়িশার মাঠে গিয়ে রয় কৃষ্ণাদের থামানোর চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। ওড়িশার ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ২৯। শুক্রবার সকালে যুবভারতীতে অনুশীলন করে দুপুরের বিমানে ভুবনেশ্বর রওনা হবে আন্তোনিও লোপেজ হাবাসের দল।

মোহনবাগানের কাঁটা হতে পারেন তাদের প্রাক্তনী ফিজির গোলমেশিন। কৃষ্ণা রয়েছেনও ছন্দে। চলতি আইএসএলে খনও পর্যন্ত ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা। হাবাসের পুরনো ছাত্র। কৃষ্ণাকে তাঁর চেয়ে ভাল আর কে জানেন! ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাবাসের কাছে জানতে চাওয়া হয়, কৃষ্ণাকে থামানোর জন্য কি বিশেষ পরিকল্পনা থাকছে তাঁর? দুর্দান্ত ট্যাকটিসিয়ান স্প্যানিশ কোচ একটু মজা করেই প্রথমে বললেন, ‘‘সব থেকে ভাল হয় রয়কে ফোন করে বলে দিতে পারি, তুমি আমাদের বিরুদ্ধে ম্যাচটা খেলো না।’’ এরপরই যোগ করেন, ‘‘ফুটবল টিম গেম। এখানে কোনও একজনকে নিয়ে ভাবলে চলে না। কৃষ্ণা ভাল খেলোয়াড়। তবে ওর জন্য কোনও বিশেষ পরিকল্পনা থাকছে না। ওড়িশা দলকে নিয়েই রণনীতি সাজানো হবে।’’

বাগানে স্বস্তির খবর, অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল সম্পূর্ণ ফিট। দলের সঙ্গেই অনুশীলন করছেন। হাবাস জানিয়ে দিলেন, দলের প্রায় সবাইকেই পাবেন এই ম্যাচে। হ্যামিল ফিট। আগের ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন চোট সারিয়ে ফেরা আনোয়ার আলি। ওড়িশার বিরুদ্ধে পাঞ্জাবি ডিফেন্ডার শুরু থেকে খেলতে পারেন। বিকেল পাঁচটায় ভুবনেশ্বরের গরমে জনি কাউকোদের ম্যাচ। তবে অজুহাত দিতে চান না হাবাস। প্রতিপক্ষ, আবহাওয়া নিয়ে না ভেবে লিগের শীর্ষস্থানে নজর মোহনবাগান কোচের।

আরও পড়ুন- রাঁচিতে চতুর্থ টেস্ট খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...