Thursday, December 18, 2025

চাকরির নামে প্রতারিত, রাশিয়ার হয়ে যুদ্ধে ভারতীয়রা, স্বীকার করল কেন্দ্র

Date:

Share post:

চাকরি দেওয়ার নাম করে ভারতীয়দের রাশিয়া নিয়ে গিয়ে পাঠানো হয়েছে যুদ্ধে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এমনই তথ্য। শুক্রবার এহেন ঘটনার সত্যতা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এনিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস।

সম্প্রতি চাকরির নামে তেলেঙ্গানা ও কর্নাটক থেকে ৪ যুবককে রাশিয়া নিয়ে গিয়ে যোগ দেওয়ানো হয় ওয়াগনার বাহিনীর সেনাদলে। প্রতারিত হয়ে ওই চার যুবক ভিডিও বার্তা পাঠান তাঁদের পরিবারের কাছে। তার দিন দুই আগেই এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। এই পরিস্থিতিতেই শুক্রবার বিবৃতি দেয় দেশের বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছে। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাঁদের দ্রুত মুক্তির বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন। লড়াই থেকে দূরে থাকুন।”

অভিযোগ উঠেছিল, এক ইউটিউবারের ফাঁদে পা দিয়েছেন বেশ কয়েকজন। কীভাবে বিদেশে চাকরি মিলবে, সেই নিয়ে ভিডিও তৈরি করেন অভিযুক্ত ইউটিউবার। তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয় ইউরোপে চাকরি পাইয়ে দেওয়া হবে। ভারতীয় এজেন্টরাই তাঁদের রাশিয়ায় পৌঁছে দেন। জানানো হয় নির্মাণশ্রমিক হিসাবে কাজ করতে হবে। এভাবে রাশিয়া নিয়ে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় ওই ভারতীয়দের। এরপর মাস কয়েক আগে নামিয়ে দেওয়া হয় যুদ্ধে। এই যুদ্ধে গিয়ে এক ভারতীয়ের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। অনেকের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করতে পারছে না তাঁদের পরিবার। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বিগ্ন। অবশ্য এই ঘটনার কথা মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিল কেন্দ্র।

spot_img

Related articles

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...

MGNREGA-র নাম বদল নিয়ে কেন্দ্রের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, গান্ধীজির নামে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম

বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও লোকসভায় যেদিন পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ...