Thursday, November 13, 2025

মোদি জমানায় হু হু করে বেড়েছে গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ !

Date:

Share post:

মোদি জমানায় হু হু করে বাড়ছে গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ । সম্প্রতি প্রকাশিত তথ্য সেই কথার প্রমাণ। ১১ বছরে এই প্রথম এই তথ্য প্রকাশ্যে এসেছে। তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে দেশের শহরে গৃহস্থালির মাসিক খরচের পরিমাণ ৬,৪৫৯ টাকা, সেখানে গ্রামে খরচ ৩,৭৭৩ টাকা।গত দুই দশকের পরিসংখ্যান বলছে, এই সময়কালে বড়সড় পরিবর্তন হয়েছে গ্রাম ও শহরের মধ্যে মাসিক গার্হস্থ্য খরচের হিসেব। ২০০৪-০৫ সালের হিসেবে যেখানে এদের মধ্যে তফাত ছিল ৯০.৮ শতাংশের, সেখানে ২০০৯-১০ সালে তা সামান্য কমে হয় ৮৮.২ শতাংশ। ২০১১-১২ সালে সেটাই বেড়া দাঁড়ায় ৮৩.৯ শতাংশ। সেটাই এই দশ বছরে এখন ৭১.২ শতাংশ।

প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর এই তথ্য প্রকাশিত হওয়ার কথা। কিন্তু ২০১৭-১৮ সালে কোনও রিপোর্ট প্রকাশ করেনি কেন্দ্র। আসলে গ্রামের মাসিক গৃহস্থালি খরচ বেড়েছে ৬ গুণ। যা শহরের খরচ বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি। ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত সময়কালে মাসিক গৃহস্থলি খরচের ওপর সমীক্ষা চালানো হয়। জিডিপি, মূল্যবৃদ্ধি, দারিদ্রসীমার মতো অর্থনৈতিক সূচক নির্ধারণে এই ধরনের তথ্য অত্যন্ত জরুরি।প্রকাশিত তথ্য বলছে, দেশের মধ্যে মাসিক গৃহস্থালি খরচ সবচেয়ে বেশি সিকিমে (গ্রামে ৭,৭৩১ টাকা ও শহরে ১২,১০৫ টাকা)। সবচেয়ে কম ছত্তিশগড়ে (গ্রামে ২,৪৬৬ ও শহরে ৪,৪৮৩ টাকা)। এদিকে দেখা গিয়েছে, খাদ্যজনিত খরচ গ্রামে ১,৭৫০ টাকা ও শহরে ২,৫৩০ টাকা। অন্যন্যা ক্ষেত্রের খরচের হিসেব গ্রামে ২,০২৩ টাকা ও শহরে ৩,৯২৯ টাকা খরচ হচ্ছে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...