Saturday, August 23, 2025

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে প্রশ্ন তোলা মিশেলই প্রথম পছন্দ আমেরিকায়

Date:

Share post:

মাসখানেক আগে পরোক্ষভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন মিশেল ওবামা। আমেরিকার প্রাক্তন প্রথম নারীই শেষে দেখা যাচ্ছে নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম পছন্দ। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে দৌড়ে প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বারাক ওবামা পত্নী। জনগনের অপছন্দের অজুহাত হিসাবে বাইডেনের দাবি, তাঁর বয়স তাঁর প্রথম পছন্দ হিসাবে উঠে আসায় বাধা হয়েছে।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ইজরাইল, নিজের দেশে নাগরিকত্ব আইন বিভিন্ন ইস্যুতে বিদ্ধ রাষ্ট্রপতি জো বাইডেন। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে স্বাভাবিকভাবে বেশ কিছু নাম উঠে এসেছে। যার মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি পত্নী মিশেল ওবামা, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, প্রাক্তন স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রমুখ রয়েছেন।

পদপ্রার্থীর জন্য দলীয় ভোটাভুটিতে দেখা গিয়েছে ৪৮ শতাংশ ডেমোক্র্যাট চান প্রার্থী বদল হোক। ৩৮ শতাংশ চান না পরিবর্তন হোক। ভোটাভুটির শেষে জো বাইডেনের থেকে ২০ শতাংশ ভোট বেশি পান মিশেল ওবামা। বাকিরা অনেকটাই পিছিয়ে প্রার্থী হওয়ার দৌড়ে।

মাসখানেক আগে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন মিশেল ওবামা। ডেমোক্র্যাটির পার্টির পক্ষ থেকে কাকে বাছা হচ্ছে তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন, কাকে তাঁদের পক্ষ থেকে বলার জন্য, পুলপিটে ওঠার জন্য পাঠানো হচ্ছে। এটা অবশ্যই প্রভাব ফেলে কারণ অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ এটাকেই ধর্তব্যের মধ্যে নিয়ে নেন, এমনটাই দাবি করেছিলেন মিশেল।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...