Sunday, November 9, 2025

তালিকায় চমক ইউসুফ-রচনা, লোকসভার ৪২ প্রার্থী নিয়ে ব্রিগেডে ব়্যাম্পে মমতার

Date:

Share post:

এই প্রথম ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের (TMC)। চূড়ান্ত চমক দিয়ে তালিকায় নাম প্রাক্তন ক্রিকেটর ইউসুফ পাঠান, অভিনেত্রী-সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক শর্মিলা সরকার-সহ বিভিন্ন পেশার মানুষ। আর বাংলার নির্বাচনী ইতিহাসে এই প্রথম ব্রিগেডের জনসমুদ্রের মধ্যে ব়্যাম্পে ৪২জন প্রার্থীকে নিয়ে হাঁটলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় চমক একাধিক। এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন মমত বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তার উপর তাঁদের নিয়ে ব়্যাম্পে হাঁটা- অভিনব দৃশ্যের সাক্ষী থাকল বাংলা।

তালিকায় একের পর এক চমক। এদিনের সবচেয়ে বড় চমক তালিকায় ইউসুফ পাঠানের নাম। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ঘাঁটি বলে পরিচিত বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। একেই রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড। তার উপর ইউসুফের স্পিনের সামনে অধীরের উইকেট পতন সময়ের অপেক্ষা বলে মত তৃণমূলের।

তালিকায় রয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কেন্দ্র। নায়িকা বনাম নায়িকার লড়াইয়ে জমে যাবে হুগলি।

বর্ধমান পূর্ব-এ চিকিৎসক শর্মিলা সরকারকে প্রার্থী করা হয়েছে। দুর্গাপুরেও চমক। রয়েছেন আরেক বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটদলের ক্রিকেটার কীর্তি আজাদ। মালদহ উত্তরের প্রার্থীতেও চমক। তৃণমূলের প্রার্থী হলেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়।

একঝাঁক বিধায়ককে এবার লোকসভায় প্রার্থী করেছে তৃণমূল সভানেত্রী। রয়েছেন জুন মালিয়া, পার্থ ভৌমিক, নির্মলচন্দ্র রায়, বিশ্বজিৎ দাস। যাদবপুর থেকে প্রার্থী হলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।

মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিপ্লব মিত্রকেও প্রার্থী করেছে তৃণমূল। তবে, যে কায়দায় এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ঘোষণা হল, তাতেই অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...