Wednesday, December 3, 2025

৮-১১-র বেশি প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না! সোমে তালিকা প্রকাশ প্রদেশ কংগ্রেসের

Date:

Share post:

প্রথমে বিজেপি, তারপর তৃণমূল (TMC)। নয় নয় কে বামেরাও লোকসভা ভোটের ১৬জনের প্রার্থীর নাম প্রকাশ করেছে। কিন্তু লোকসভার নির্বাচনের (Lokshabha Election) দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও এখনও বাংলার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেননি প্রদেশ নেতৃত্ব। সোমবার, প্রথমদফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস (Congress)। তবে, সূত্রের খবর, ৮ থেকে ১১টার বেশি আসনে প্রার্থী দিতে পারছে না হাত শিবির।

৪২টি আসনেই অভিনবভাবে ভাবে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ২২টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপিও। যদিও তার মধ্যে আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং সরে দাঁড়িয়েছেন। বামেরাও প্রথম পর্যায়ে ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রবিবার, দ্বিতীয়দফায় প্রার্থী ঘোষণার সম্ভাবনা। দু’দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেসের হাইকম্যান্ড। কিন্তু এখনও বিধানভবনে লোকসভা ভোটের হাওয়া লাগেনি। সূত্রের খবর, বামেদের সঙ্গেই দফায় দফায় বৈঠক চলছে হাত শিবিরে। আসনরফা চূড়ান্ত করে তবে, প্রার্থী তালিকা ঘোষণা করবে।

সূত্রের খবর, বহরমপুর থেকেই লড়বেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adir Ranjan Chowdhury)।
কলকাতা উত্তরে প্রার্থী হতে পারেন প্রদীপ ভট্টাচার্য। শোনা যাচ্ছে সুমন পালের নামও।
রায়গঞ্জ থেকে লড়তে পারেন ইমরান আলি রামজ ভিক্টর
পুরুলিয়া থেকে লড়তে পারেন নেপাল মাহাত
দার্জিলিং (Darjeeling) থেকে প্রার্থী হতে পারেন বিনয় তামাং। পাশাপাশি শঙ্কর মালাকারের নামও শোনা।
মালদহ দক্ষিণ থেকে লড়তে পারেন গণি-পরিবারের সদস্য ইশা খান চৌধুরী
মালদহ উত্তরের প্রার্থী হতে পারেন আলম মোস্তাক

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে কটাক্ষ করেছেন অধীর। সেই থেকেই স্পষ্ট, নিজের কেন্দ্র থেকেই লড়বেন তিনি। তবে, লড়াইটা কঠিন হবে সেটা বুঝতে পেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিনয় তামাং বিভিন্ন দল ঘুরে এখন কংগ্রেসে। পাহাড়ে তার উপরে বাজি রাখতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। তবে, দার্জিলিং পাহাড়ে বিনয় পছন্দ হলেও, সমতলের দীর্ঘদিনের কংগ্রেস নেতা শঙ্কর মালাকারকেও প্রার্থী করতে পারে হাত শিবির। দক্ষিণ মালদহ (Maldah Dakshin) লোকসভা আসনে কংগ্রেস সাংসদ (Congress MP) আবু হাসেম খান চৌধুরির (ডালু) (Abu Hasem Khan Choudhury) পুত্র ইশা খান চৌধুরি। কিন্তু দীর্ঘদিন অসুস্থা থাকায় এবার লড়তে চান না ডালু। এর আগে লড়েও অবশ্য জিততে পারেননি ইশা। মালদহে এবার গণি খানের পরিবারের কাউকে টিকিট দেয়নি তৃণমূল। সেই কারণে ফের ইশা খান চৌধুরিকে দাঁড় করিয়ে ভোট টানতে চাইছে কংগ্রেস।




spot_img

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...