Tuesday, August 26, 2025

গার্ডেনরিচে পাঁচতলা বাড়িটি নজর এড়িয়ে উঠেছিল বলে মানছে না হাই কোর্ট

Date:

Share post:

গার্ডেনরিচে পাঁচতলা বাড়িটি নজর এড়িয়ে গড়ে উঠেছিল বলে মনে করে না কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবক্রজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বেআইনি নির্মাণ নিয়ে কড়া মত পোষণ করে। প্রধান বিচারপতি বলেন, যে সরকারি অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হচ্ছে, তাকেই নাকি সরকার ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে। সেটা কী করে সম্ভব।

এদিন প্রধান বিচারপতি বলেন, আইন থাকলেই হবে না। তাকে কার্যকর করতে হবে।দূষণ নিয়ন্ত্রণ পর্যদকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু তারা যখন স্কুটার বা গা়ড়িতে চেপে কোনও এলাকা পরিদর্শনে যায়, তাদের মারধর করা হয়। পরিকাঠামো না থাকলে তারা কী করবে। প্রধান বিচারপতি বলেন, ওই নির্মাণ জলাভূমি বুজিয়ে করা হয়েছিল বলে অভিযোগ। জলাভূমিতে নির্মাণ করতে হলে অনেক গভীরে ভিত করতে হয়। তাতে খরচও প্রচুর।

প্রসঙ্গত, বুধবার বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, বেআইনি প্রোমোটারদের ভালোমতো শিক্ষা দেওয়া দরকার। তার আগের দিন বিচারপতি বলেন, বাড়ি ভাঙা নিয়ে কোনও স্থগিতাদেশ দেবে না আদালত। ওইদিন তিনি বাড়ি ভাঙা নিয়ে কোনও মামলাও শুনতে চাননি।

এদিনও ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে উদ্ধারকাজ আর সেভাবে হচ্ছে না। সেই প্রসঙ্গেই প্রধান বিচারপতি বলেন, শুনলাম, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নাকি উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে। ধ্বংসস্তূপের নীচে যদি আর কেউ থেকে থাকে, তাহলে কী হবে। বুধবার মেয়র পুরসভার অফিসার, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন। এক ইঞ্জিনিয়ারকে তিনি অপদার্থ বলে কটাক্ষও করেন।বৈঠকে মেয়র ইঞ্জিনিয়ারদের ঠান্ডা ঘরে বসে না থেকে ওয়ার্ডে ঘোরার নির্দেশ দেন। এদিন ১৫ নম্বর বরোর বিল্ডিং বিভাগের এক ইঞ্জিনিয়ারকে লালবাজার তলব করেছে।

 

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...