আগামিকাল ফের মাঠে নামতে চলেছেন পন্থ, তার আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দিল্লি অধিনায়ক

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ।

দীর্ঘ ১৫ মাস পর ফের মাঠে নামছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। আইপিএলের হাত ধরে মাঠে কামব্যাক করছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি। আগামিকাল প্রথম ম্যাচ । প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তার আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন পন্থ।

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। এতদিন পর মাঠে ফেরা প্রসঙ্গে পন্থ বলেছেন, ‘‘আমি কিছুটা চিন্তিত, কিছুটা উত্তেজিত এবং কিছুটা চাপেও রয়েছি। আবার পেশাদার ক্রিকেটে ফিরতে পেরে আমি খুশি। শনিবার প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছি। মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না।” এরপর তিনি যোগ করেন, “ যতবার মাঠে নামি, ততবার আলাদা অনুভূতি হয়। যত বেশিক্ষণ সম্ভব ব্যাট করার চেষ্টা করতাম। প্রতিদিন একটু একটু করে উন্নতির চেষ্টা করতাম। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবতাম না। প্রতিদিন শুধু নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যতটা সম্ভব হয়েছে।“

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনা হয় পন্থের। অস্ত্রোপচার হয় তাঁর। এরপর প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল পন্থের ক্রিকেট ভবিষ্যৎ। তিনি আদৌ আর খেলতে পারবেন কিনা, প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরাও। পন্থকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টার খামতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, চিকিৎসকেরা।দীর্ঘ ১৫ মাস এনসিএ-তে রিহ্যাবের পর ফের নিজেকে ফিট করেন পন্থ।

আরও পড়ুন- আজ থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-আরসিবি