এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান, রাফালে চুক্তির অন্যতম কাণ্ডারী আরকেএস ভাদুরিয়া। রবিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছেন, আমি প্রায় ৪০ বছর বায়ুসেনার মাধ্যমে দেশসেবা করেছি। কিন্তু সেরা সময় কাটিয়েছি শেষ ৮ বছরে মোদি সরকারের আমলেই। একের পর এক কঠিন পদক্ষেপ করে প্রধানমন্ত্রী যেভাবে বায়ুসেনার ক্ষমতায়ন এবং আধুনিকীকরণ করেছেন, তাতে শুধু যে সেনার সামর্থ্য বেড়েছে তাই নয়, সেই সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাসও।

নিশ্চয়ই ভাবছেন কে এই আরকেএস ভাদুরিয়া? তিনি হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা আধিকারিক যিনি রাফালে বিমান চালিয়েছেন এবং ফ্রান্সের থেকে এই বিমানগুলি কেনার চুক্তি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ৩৬ বছরের কর্মজীবনে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এই প্রাক্তনী ২৬টি ভিন্ন ধরনের যুদ্ধবিমান চালানোর পাশাপাশি ৪২৫০ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতার অধিকারী।১৯৮০ সালে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেওয়ার পর থেকে পিভিএসএম, এভিএসএম, ভিএম ও এডিসি-র দায়িত্ব সামলেছেন।
চার দশক ধরে শুধুমাত্র দায়িত্বই সামলাননি, এরই পাশাপাশি একাধিক পুরস্কারও পেয়েছেন ভাদুরিয়া।
