Saturday, August 23, 2025

রবিবাসরীয় প্রচারে প্রাক হোলিতে রঙিন সায়নী- লাভলি

Date:

Share post:

হোলির প্রাক্কালে রবিবাসরীয় প্রচারে রঙে মাখামাখি প্রচার পর্ব। যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দলীয় বিধায়ক এবং রাজনৈতিক কর্মীদের সঙ্গে আগাম হোলিতে মেতে উঠলেন। এদিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। দুই অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী এবং লাভলি মৈত্র পরস্পরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন । শুধু এখানেই থেমে থাকেননি সায়নী। শিবের পুজো নিয়ে বিজেপির কটাক্ষের জবাবও দেন।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকে সঙ্গে নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী। বাইক এবং টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানা এলাকা ঘোরেন ওই তৃণমূল প্রার্থী। একাধিক জায়গায় মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে সায়নীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁদের সবার সঙ্গে আবির খেললেন সায়নী।

শনিবার শিব মন্দিরে তাঁর পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষের জবাব দিয়ে সায়নী বলেন, ‘বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই। বিজেপির প্রতি মানুষের সাড়া এবং সমর্থন কিছুই নেই। বিজেপির মতো আমরা ভোটপাখি নই।’ তিনি আরও বলেন, গোটা নির্বাচনের জন্য আমি প্রচার করছি। ওরা কটাক্ষ করছে। বাকিটা মানুষের জন্য ছেড়ে দিই। পশ্চিমবঙ্গের মানুষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের চেয়ে সায়নী ঘোষকে ১০০ শতাংশ বেশি দেখেছে।’

সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি বলেন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভয় পেয়ে নানা রকম অভিযোগ করছেন। মানুষের সমর্থন ওঁদের সঙ্গে নেই, সেটা উনি নিজেও জানেন। তাই হারার ভয়ে এখন থেকেই উল্টোপাল্টা বকছেন।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...