‘একটা সময় প্রবল চাপে পড়ে গিয়েছিলাম’, হায়দরাবাদকে হারিয়ে বললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, “ ওদের ১৭ ওভারের পর প্রবল চাপে পড়ে গিয়েছিলাম।

গতকাল ইডেনে জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারায় ৪ রানে। তবে একটা সময় ক্লাসেনে ঝোড়ো ব্যাটিং দেখে মনে হচ্ছিল প্রথম ম্যাচ হারতে চলেছে কেকেআর। যে কথা ম্যাচ শেষে মেনে নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়রও। তবে শেষমেশ হর্ষিত রানার বলে ম্যাচে জয় পায় নাইট ব্রিগেড। আর এই জয়ে খুশি নাইট অধিনায়ক। দলের জয়ের জন্য কৃতিত্ব দিলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানাদের।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, “ ওদের ১৭ ওভারের পর প্রবল চাপে পড়ে গিয়েছিলাম। সত্যি বলতে, সেই পরিস্থিতিতে ম্যাচের ফল আমাদের পক্ষে নাও আসতে পারত। দু’দলের সামনেই জেতার সুযোগ ছিল। শেষ ওভারের আগে চাপ আরও বেড়ে গিয়েছিল। হর্ষিতকে বল করতে ডাকি। ওকে দেখেই বুঝতে পারছিলাম, চাপে রয়েছে। ওকে বলেছিলাম, ম্যাচ হারলে হারব। তুমি মাথা ঠান্ডা রেখে বল করার চেষ্টা কর। যা হবে পরে দেখা যাবে।” এরপরই শ্রেয়স প্রশংসা করেছেন রাসেল এবং সুনীল নারিনদের। এই নিয়ে কেকেআর অধিনায়ক বলেন, ‘‘ওদের কথা আলাদা করে কী বলব! দু’জনেরই প্রচুর অভিজ্ঞতা। ওরা কী করতে পারে, প্রথম ম্যাচেই দেখিয়ে দিল। রাসেলের ইনিংসটা অবিশ্বাস্য। বল হাতেও ভাল পারফর্ম করল।নারিন খুব ভাল বল করেছে। ওদের মতো ক্রিকেটার দলে থাকার একটা সুবিধা তো আছেই ।“

আরও পড়ুন- ইডেনে ব্যাট হাতে নজির রাসেলের, ম্যাচ শেষে দিলেন কৃতিত্ব দিলেন কেকেআর সতীর্থর

Previous articleরবিবাসরীয় প্রচারে প্রাক হোলিতে রঙিন সায়নী- লাভলি
Next articleসত্যজিৎ পরবর্তী অস্কার ঘরানায় সঞ্চারী, পুরস্কার জিতে মাকে গুরুদক্ষিণা বঙ্গকন্যার