Thursday, November 6, 2025

প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিবাদ! কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু মমতার, ৩১ মার্চ ধুবুলিয়ায় সভা

Date:

Share post:

ছক ভেঙে এবার কৃষ্ণনগর দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণত যেসব কেন্দ্রে আগে ভোট থাকে সেখানেই প্রথমে প্রচার করেন তিনি। কিন্তু ষড়যন্ত্র করে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া, সম্প্রতি তাঁর বাবার বাড়িতে CBI হানা- এইসবই রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তৃণমূলের (TMC)। নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে এইভাবে হেনস্থার বিরুদ্ধে আক্রমণ শাণাতেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দিয়ে ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সভানেত্রী। ধুবুলিয়ায় ওই দিন সভা রয়েছে তাঁর।

দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেও কাজ করেছেন। মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে বহুতল বিপর্যয় ঘটনারস্থলে উপস্থিত হন। নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন। এবার খানিকটা সুস্থ হয়ে নামছেন প্রচারে। সূত্রের খবর, ৩১ মার্চ কৃষ্ণনগরে (Krishnanagar) ধুবুলিয়ার মাঠ থেকে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

লোকসভায় নির্বাচন আগেই অতিরিক্ত তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের হেনস্থা এমনকী গ্রেফতারও করছে বিজেপি ‘নিয়ন্ত্রিত’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা ইস্যুতে সরব বিজেপি বিরোধী দলগুলি। কেজরিওয়ালের গ্রেফতারিতে নতুন করে একজোট I.N.D.I.A জোট। বাংলায় মহুয়া মৈত্র থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা স্বরূপ বিশ্বাস- তৃণমূলের বিভিন্ন নেতাদের টার্গেট করছে ইডি-সিবিআই-আয়কর। এই নিয়ে আগেও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো-সহ শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় মহুয়া মৈত্রের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বার্তা দেন সেদিকেই তাকিয়ে কর্মী-সমর্থকরা।




spot_img

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...