Wednesday, November 12, 2025

ব্যর্থ সুনীলের গোল, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এগিয়ে থেকেও আফগানিস্তানের কাছে ২-১ গোলে হার ভারতের

Date:

Share post:

কাজে এলো না সুনীল ছেত্রীর গোল। এদিন বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এগিয়ে থেকেও আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে হারল ভারতীয় দল। এদিন নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন সুনীল। কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। তবে এদিন ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারতে হল তাদের।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় ভারতীয় দল। ম্যাচের ৩ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করে ইগর স্টিম্যাচের দল। ব্র্যান্ডনকে বল বাড়ান কোলাসো। নিজের ডানদিকে সুনীলকে বল দেন। যিনি বাঁ-পায়ে জোরালো শট মারেন। সেটা বাঁচিয়ে দেন আফগান গোলকিপার। পোস্টে লেগে বলটা বেরিয়ে যায়। এরপর একের পর এক আক্রমণ চালায় টিম ইন্ডিয়া। তবে ম্যাচের ৩৭ মিনিটে গোল পেয়ে যায় ভারত। পেনাল্টি থেকে গোল করে টিম ইন্ডিয়াকে ১-০ এগিয়ে দেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। আর এই গোলের সৌজন্যে দেড়শো ম্যাচে ৯৪-তম গোল হয়ে গেল সুনীলের। ম্যাচের প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে টিম ইন্ডিয়া।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের ৭০ মিনিটে গোল হজম করে টিম ইন্ডিয়া। বল রাহুল ভেকের পায়ে লেগে গোলে ঢুকে যায়। এরপর ম্যাচের ৮৮ মিনিটেও ২-১ পিছিয়ে পরে স্টিম্যাচের দল। ৮৮ মিনিটের মাথায় বল ধরতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন গুরপ্রীত। পেনাল্টি পায় আফগানিস্তান। গোল করে দলকে এগিয়ে দেন শরিফ মুখাম্মাদ। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় দরকার ছিল ভারতের।কিন্তু ম্যাচ হেরে চাপে স্টিম্যাচের দল।

আরও পড়ুন- বর্ণ.বিদ্বেষী আ.ক্রমণের কারণে হতাশ ভিনিসিয়াস, স্পেনের বিরুদ্ধে নামার আগে কান্নায় ভেঙে পড়লেন তিনি

spot_img

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...