Friday, January 9, 2026

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধেয় নজর কাড়ল মনামির ‘পিঠ-স্থান’! হট অবতারে শুভশ্রী-দেবলীনা

Date:

Share post:

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধে মানেই উপচে পড়া গ্ল্যামার। ফিল্মের পুরস্কারের পাশাপাশি সবার নজর থাকে নায়ক-নায়িকাদের পোশাকের দিকেও। এবার রেড কার্পেটে নজর কাড়লেন অভিনেত্রী মনামি ঘোষ। বলা ভাল, তার পিঠ-স্থান। তবে, পিছিয়ে ছিলেন না, শুভশ্রী বা দেবলীনাও। শহরের উত্তাপের পাশাপাশি তাঁদের পোশকেও বাড়ল মহানগরীর উষ্ণতার পারদ।

মনামি মানেই একটু অন্যরকম সাজ। তাঁর সাজ দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর ভক্তরা। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চেও নিরাশ করলেন না অনুরাগীদের। বাংলার লোকসংস্কৃতি ও গ্রামীণ শিল্পের নিদর্শন স্থান পেল তাঁর পোশাকে। সাদা রঙের গাউনে নজর কাড়লেন তিনি। সাদা গাউন জুড়ে ছিল লাল রঙের সুতোয় করা নকশি কাঁথার কাজ। প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে এক অপরূপ রূপে ফিল্মফেয়ারের সন্ধ্যায় ধরা দিয়েছিলেন মনামি ঘোষ। তবেস সবচেয়ে বেশি নজর কাড়ল মনামির খোলা পিঠ। সেখানে লেখা নজর কাড়ল ইব্রাহিম আরাফতের ‘নকশি কাঁথা’ কবিতার চারটি লাইন।
গোটা পিঠ জুড়ে সাদা কালিতে লেখা ছিল,
‘অস্ফুট সেই না বলা কথা,
মনের আবেগের হারানো ব্যথা,
আঁকে আর লিখে শোক গাঁথা,
কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা’।

তবে শুধু অভিনেত্রী মনামি ঘোষ নয়, একেবারে নতুন কনসেপ্টে সেজে রেড কার্পেট মাতালেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ‘থাই স্লিট’ সাদা গাউনে নজর কাড়লেন দেবলীনা। তাঁর বুকের অংশ ঢাকা ছিল সাদা গোলাপ ও পুঁথির কাজ করা ডিজাইনে। হাতের অর্ধেক পর্যন্ত ঢাকা ছিল একই ধরনের গোলাপে। অনুরাগীদের প্রশংসা কুড়ালেও নেট দুনিয়ায় ট্রোলড হতে হয় দেবলীনাকে। তাঁর ড্রেসের জন্য কেউ কেউ আবার দেবলীনার সঙ্গে তুলনা টানলেন উরফি জাভেদেরও।

মনামি, দেবলীনার পাশাপাশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের রেড কার্পেটে তাক লাগালেন রাজ-শুভশ্রী জুটি। সবে মাত্র চার মাস হয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। এই কমাসের মধ্যেই শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে মোহময়ী রূপে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের রেড কার্পেটে স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরে এন্ট্রি নেন শুভশ্রী। কালো রঙের ‘থাই স্লিট’ অফ শোল্ডার গাউনে হট লুকে ধরা দিলেন ইউভান-ইয়ালিনির মা।

spot_img

Related articles

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...