Friday, August 22, 2025

‘লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন হল’, চেন্নাইয়ানের কাছে ম্যাচ হেরে বললেন বাগানের সহকারী কোচ

Date:

Share post:

গতকাল ঘরের মাঠে চেন্নাইয়ান এফসি কাছে ৩-২ গোলে হারে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই হারের ফলে লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন হয়ে গেল সবুজ-মেরুনের কাছে তা মেনে নিলেন দলের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। হাতে এখন আর মাত্র তিনটি ম্যাচ। আর লিগশিল্ড জয় করতে যে এই তিনটি ম্যাচ জিততে হবে তা মেনে নিলেন পেরেজ। তবে চেন্নাইয়ানের কাছে ম্যাচ হারের কারণ খুঁজে পেলেন না তিনি। মোহনবাগানের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের শরীর খারাপ থাকায় কোচের দায়িত্ব সামলাতে হয়েছিল পেরেজকে।

ম্যাচের পর পেরেজ বলেন, “ অবশ্যই শিল্ড জয়ের রাস্তা আমাদের আরও কঠিন হল। আর তিনটে ম্যাচ বাকি আছে আমাদের। এই তিন ম্যাচে আমরা ৯ পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হতে পারি। এই ম্যাচের আগে পর্যন্ত আমাদের ১০ পয়েন্ট দরকার ছিল। এখন ৯ পয়েন্ট দরকার। তার মধ্যে ৩ পয়েন্ট মুম্বইয়ের বিরুদ্ধেও পেতে হবে। রাস্তাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।” এগিয়ে থাকার পরেও গোল খেয়ে হারতে হয়েছে বাগানকে। কেন হঠাৎ খেলা খারাপ হল তার কোনও কারণ অবশ্য খুঁজে পাচ্ছেন না পেরেজ। তিনি বলেন, “কারণটা আমার জানা নেই। জানলে তো সেই অনুযায়ীই সিদ্ধান্ত নিতাম। চেন্নাইয়ানের ৩ পয়েন্ট খুবই জরুরি ছিল। সেই মতোই ওরা খেলেছে। ৩ পয়েন্ট আমাদেরও দরকার ছিল। কিন্তু আমরা সেভাবে খেলতে পারিনি। প্রথমার্ধে একটা ভাল গোল পাই। একাধিক সুযোগ হাতছাড়াও হয়। কিন্তু তার পর থেকে আর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল না।”

আইএসএল-এ মোহনবাগানের বাকি তিনটি ম্যাচ পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি ও মুম্বইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন- বাঁ পায়ে বাঁধা আইসপ্যাক, মাঠ কর্মীদের আবদার মেটালেন মাহি


spot_img

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...