Thursday, August 21, 2025

দেশের নামকরা ৫ স্বেচ্ছাসেবী সংস্থার FCRA লাইসেন্স বাতিল কেন্দ্রের!

Date:

Share post:

ভোটের আগে নজর NGO-গুলোতে। অনুদান মিলেছে কিন্তু তার সঠিক ব্যবহার হয়েছে কি? বরং দেশের নামী ৫ এনজিও বৈদেশিক অনুদানের অপব্যবহার করেছে বলে অভিযোগ ওঠায় এবার কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। সিএনআই সিনোডিকাল বোর্ড অফ সোশ্যাল সার্ভিস (CNI Synodical Board of Social Service), ভলেন্টারি হেল্থ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (Voluntary Health Association of India), ইন্দো গ্লোবাল সোশ্যাল সার্ভিস সোসাইটি (Indo Global Social Service Society),চার্চ অক্সিলিয়ারি ফর সোশ্যাল অ্যাকশন (Church Auxiliary for Social Action),ইভানজেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়া (Evangelical Fellowship of India)- দেশের এই এই পাঁচ স্বেচ্ছাসেবী সংস্থার এফসিআরএ (FCRA) লাইসেন্স বাতিল করে দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে যে কোনও স্বেচ্ছাসেবী সংস্থার বৈদেশিক অনুদান পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল আগেই। যার মধ্যে অন্যতম ছিল যেকোনও ধরণের NGO-কে বিদেশ থেকে অনুদান গ্রহণের ক্ষেত্রে সংস্থার আধিকারিক এবং কর্মচারীদের এটা স্পষ্ট করে সরকারকে জানাতে হবে যে তাঁদের উপর কখনও কোনও ধর্মান্তকরণের মামলা চালানো হয়নি, এমনকি সেই সংক্রান্ত মামলায় তাঁরা দোষী সাব্যস্ত হননি। কিন্তু যে যে সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে মনে কড়া হচ্ছ। ৫ সংস্থার মধ্যে সিএনআই-এসবিএসএস ১৯৭০ সালে চার্চ অফ নর্থ ইন্ডিয়া (CNI) প্রতিষ্ঠার সাথে সাথে প্রতিষ্ঠিত হয়েছিল এবং চার্চের সরকারী গ্রামীণ উন্নয়ন শাখা হিসাবে কাজ করেছিল। কিন্তু ইডির স্ক্যানারে থাকার কারণে সিএনআই-এর আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের ডিসেম্বরেই স্বরাষ্ট্রমন্ত্রক CNI-এর লাইসেন্স বাতিল করে। এই কেসে ইডি তল্লাশি অভিযানও চালায়। পরবর্তীকালে তা চার্চ অক্সিলিয়ারি ফর সোশ্যাল অ্যাকশন হিসাবে উঠে আসে। জার্মানি, আমেরিকা, সুইডেনের থেকে এই সংস্থা অনুদান পায় বলে খবর।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...