Saturday, January 31, 2026

ঘাটালে অভিষেক-দেবের রবিবাসরীয় রোড শো-এ জনজোয়ার হবে: বলছে তৃণমূল

Date:

Share post:

নিজের লোকসভা কেন্দ্রের বাইরেও সমানে প্রচার করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে চলছে সাংগঠনিক বৈঠক। উত্তরের সাংগঠনিক বৈঠক সেরে এখন দক্ষিণে অভিষেক। এরই মধ্যে রবিবার দলীয় প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেবের সমর্থনে ঘাটালে (Ghatal) রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেই রোড-শো-এ জনজোয়ার হবে বলে মনে করছে জেলা তৃণমূল।

হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্র (Lok Sabha)। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী দেব। এবার দেবের বিরুদ্ধে আর এক অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) প্রার্থী করেছে বিজেপি। ঘাটালে জোরকদমে প্রচার চালাচ্ছেন দুই তারকা প্রার্থী। হিরণ প্রথম থেকেই দেবের বিরুদ্ধে নানারকম আক্রমণ করছেন। কিন্তু সেসবকে পাত্তা দিতে নারাজ তৃণমূল সাংসদ। তাঁর কথায়, ও কী বলছে তার উত্তর দিয়ে সময় নষ্ট করে আমার কোনও লাভ হবে না। বরং সেই সময়টা আমি মানুষকে দিলে ভালো কিছু হবে।

ঘাটালে এবার সবচেয়ে বড় ইস্যু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। দীর্ঘকাল ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত কেন্দ্র টাকা না দিলে রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, ভাই দেবের আবদার মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে রবিবার দেবের সমর্থনে ঘাটালে নির্বাচনী প্রচারে রোড-শোও করবেন অভিষেক। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় জনসভা এবং একই সঙ্গে দলের সাংগঠনিক সভা নিয়ে তুমুল ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘাটালে দেবের হয়ে অভিষেকের প্রচারে বিপুল জনসমাগম হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। এমনিতেই অভিষেকের রোড শো-এ জনপ্লাবন দেখা যায়। রোড শো-এর বাইরেও রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমান স্থানীয়রাও। এর সঙ্গে থাকবেন দেব। সব মিলিয়ে ভিড়ের নিরিখে ঘাটালের রাস্তা কলকাতার রাজপথে পরিণত হবে বলে মনে করছে জেলার নেতৃত্ব।

এরপর ১২ তারিখে ধূপগুড়িতে জনসভা রয়েছে অভিষেকের। ১৩ এপ্রিল কোচবিহারে রয়েছে রোড-শো। ১৬ তারিখ কোচবিহারে জনসভা এবং আলিপুরদুয়ারে রোড-শো করার কথা তাঁর।




spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...