বিজেপিকে সাপোর্ট দিতেই ভূপতিনগরে এনআইএ (NIA)! দিনাজপুরের সভাস্থলে যাওয়ার আগে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির (BJP )বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি। কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে NIA ভূপতিনগরে গেছে, তা নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো।

শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে এনআইএ। অভিযোগ গাড়ি ভাঙচুর হয় এবং দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন। দিনাজপুরের সভামঞ্চে যাওয়ার আগে হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ভোটের আগে কেন গ্রেফতার? সব ভোট ম্যানেজারদের গ্রেফতার করে ভোটে জিতবে? কী অধিকার আছে এনআইএর? বিজেপি যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব সারা দেশে।’’ যেভাবে পুলিশকে না জানিয়ে মধ্যরাতে গ্রামের মধ্যে কেন্দ্রীয় আধিকারিকরা গেছেন সেখানে গ্রামবাসীদের যা স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার সেটাই হয়েছে। আসলে সবটাই বিজেপির চক্রান্ত। এজেন্সি রাজনীতি নির্বাচনের আগেই বিরোধীদের মনোবল ভেঙে দিতে চাইছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার। শেষ খবর পাওয়া অনুযায়ী ভূপতিনগর থেকে দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসছেন এনআইএ আধিকারিকরা।
