ফের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । এবার মাঠে বিপক্ষ ফুটবলারের সঙ্গে ঝামেলায় জড়ালেন তিনি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সোমবার রাতে সৌদি সুপার কাপে খেলতে নেমেছিলো রোনাল্ডোর দল আল নাসের। যেখানে তাদের প্রতিপক্ষ ছিলো আল হিলাল। সেই ম্যাচে আল হিলালের কাছে ২-১ গোলে হারে আল নাসের।

এদিন ম্যাচের ফলাফলের থেকেও বেশি চর্চায় আল হিলালের ফুটবলারের বুকে রোনাল্ডোর কুনুই মারা নিয়ে। ম্যাচ তখন শেষের দিকে। বলটি থ্রো লাইন টপকে গেলে রোনাল্ডো তড়িঘড়ি থ্রো করতে দৌড়ান, সেই সময় আল হিলালের আল বুলাইহি রোনাল্ডোকে বাধা দিলে রোনাল্ডো তাঁর বুকে সজোরে কনুই চালান। এরপর রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বলেন। রোনাল্ডো রেফারির দিকেও ঘুষির অঙ্গভঙ্গি করেন। এমনকি অধিনায়ক ব্যান্ড টিও ছুড়ে দেন তিনি। এই ঘটনার পর এই মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

What happened to Ronaldo ? 😭😭😭pic.twitter.com/Qu06wFJL4q
— REECY (@UTDReecy) April 9, 2024
ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে আল হিলালের কোচ জর্জ জেসাস বলেন, “রোনাল্ডো বিশ্বের অন্যতম গুরুতপূর্ণ একজন ফুটবলার, অনেকের কাছে রোল মডেলও বটে। তবে তিনি পরাজয়ের সঙ্গে অভ্যস্ত নন। তাই ম্যাচ হারলে তিনি তাঁর মেজাজ হারানো খুব স্বাভাবিক ঘটনা।”

Ronaldo tried to punch the referee after he was showed a red card 😳pic.twitter.com/XlIWDjqcWq
— Stop That Messi (@stopthatmessiii) April 8, 2024
আরও পড়ুন- ‘সবাইকে খু.ন করা হবে’ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে হু.মকি জ.ঙ্গি সংগঠন আ.ইএস-এর
