Sunday, November 9, 2025

১৬ মাসের মেয়েকে ফেলে ঘুরতে গেল ‘মা’, খাবার না পেয়ে মৃত্যু শিশুকন্যার!

Date:

Share post:

মা আর সন্তানের সম্পর্কে এ কেমন ঘটনা? ১৬ মাসের শিশুকন্যাকে ফেলে রেখে কোনও মহিলা এভাবে ছুটি কাটাতে চলে যেতে পারেন? আমেরিকার বাসিন্দা ক্রিসটেল ক্যানডেলারিও (Christel Candelario is a resident of America) আসলে মা হওয়ার অযোগ্য। এমন কথাই বলছেন শিশু বিশেষজ্ঞরা। নিজের ইচ্ছে পূরণে কন্যা সন্তানকে জল খাবার ছাড়া দশ দিন গৃহবন্দি করে বেড়াতে যাওয়ার অভিযোগ এই মহিলার বিরুদ্ধে। যখন নিজের সাধ পূরণ করে বাড়ি ফিরলেন, তখন শিশুকন্যা অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। জল খাবার না পেয়ে শেষ হয়েছে তাঁর সদ্য জন্মানো নতুন জীবন। মৃত শিশুর মাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সোমবার সেই মামলায় ওই মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালেন বিচারক। ‘মা’ এমন হতে পারে? প্রশ্ন তুলছে নেট দুনিয়া।

১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ডেট্রয়েট এবং পুয়েরতো ঘুরতে গিয়েছিলেন ক্রিসটেল ক্যানডেলারিও। শিশুকন্যার জন্য খাবার বা পানীয় জলের কোন ব্যবস্থা করে যাননি তিনি। ১০ দিন পর বাড়ি ফিরে এসে ওই মহিলা দেখেন তাঁর মেয়ে জাইলিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গোটা বিষয়টা জানার পরই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। গত বছর জুন মাসে ঘটা এই ঘটনার রায় ঘোষণা করতে গিয়ে সোমবার আমেরিকার এক আদালতের বিচারক ব্রেনডন শিহান ক্যানডেলারিওর উদ্দেশে বলেন, ‘‘আপনি যেমন আপনার ছোট্ট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি, তেমনই আপনারও উচিত বাকি জীবন একটা সেলের মধ্যে কাটানো। তবে পার্থক্য একটাই, জেলে অন্তত আপনি খাবার এবং পানীয় পাবেন, কিন্তু জাইলিন তা পায়নি।’’ মামলার শুনানিতে ক্যানডেলারিও মানসিক অবসাদের কথা তুলে ধরে স্বপক্ষে যুক্তি দেবার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু বিচারক তাতে আমল দেননি।

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...