Thursday, December 25, 2025

সিএএ’র লেজুড় এনআরসি! বাংলার মানুষকে সতর্ক করল অসমের ভুক্তভোগী বাঙালিরা*

Date:

Share post:

এবার লোকসভা নির্বাচনে (Loksabha Election) এখনও পর্যন্ত যতগুলি জনসভা করেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তার প্রতিটিতেই বাংলার মানুষকে সিএএ (CAA)নিয়ে সতর্ক করেছেন তিনি। সিএএ যদি মাথা হয়, তাহলে এনআরসি হল ল্যাজা। অসমের ভুক্তভোগী বাঙালিরাও সেই কথাই বলছেন।

ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্সের (এনআরসি) জন্য নিজেদের ‘ভারতীয়’ প্রমাণ করার লড়াই করেছেন তাঁরা। এবার দেশে থাকার জন্য ‘বিদেশি’ হিসেবে নিজেদের তুলে ধরাটাই চ্যালেঞ্জ তাঁদের সামনে। তাঁরা হিন্দু। কিন্তু যে রাজ্যের ভিটেমাটি আঁকড়ে তাঁদের দিন গুজরান, তা হল অসম। আজ বড় বিপাকে অসমের বরাক উপত্যকার বাঙালিরা। ভারতীয় হওয়ার যাবতীয় প্রমাণপত্র জমা দিয়েও এনআরসির চূড়ান্ত তালিকা থেকে যে বা যাঁরা বাদ পড়েছেন, সিএএর জন্য এখন তাঁরা খুঁজছেন বাংলাদেশি নথি। একটা কলমের খোঁচায় বরাক উপত্যকার প্রায় ৯৬ হাজার হিন্দু বাঙালিকে নিজভূমে পরদেশি হয়ে যেতে হয়েছিল! ২০১৪ সালে শিলচরের জনসভা থেকে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তাতে আস্থা রেখেছিল বরাক তথা গোটা অসমের বাঙালি। কিন্তু প্রাপ্তি? ২০১৯’এর আগস্ট মাসে প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লক্ষের বেশি বাঙালির নাম বাদ। ২৩ লক্ষেরও বেশ মানুষের আধার কার্ড ‘ফ্রিজ’। নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, বন্ধ রেশন বরাদ্দ। আর তাই দুঃসহ এক যন্ত্রণা বুকে নিয়েও প্রতিবেশী পশ্চিমবঙ্গকে সতর্ক করছেন বরাকের বাঙালিরা!

বাংলার বাসিন্দাদের জন্য তাঁদের সতর্কবার্তা—সিএএ’র ফাঁদে পা দেবেন না! আইনের তফসিল ১এ অনুযায়ী যে নথিপত্র জমা দিতে বলা হয়েছে, তার একটিও কি কারও পক্ষে জোগাড় করা সম্ভব? ভুক্তভোগী এই বাঙালিদের কথায়, সিএএর লেজুড় তো এনআরসি। আজ না হোক কাল সেটাও আসবে বাংলায়। পশ্চিমবঙ্গের মতুয়া বাঙালিরা তো নিজেদের শুধু বিদেশি ঘোষণা করলেই মিলবে নাগরিকত্ব! কিন্তু বাকিরা?

অসমের ভুক্তভোগী এক বাঙালির কথায়, “১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে দাদু-বাবা পালিয়ে এসেছিলেন। হাইলাকান্দির মনচরা উদ্বাস্তু ক্যাম্পে ঠাঁই হয়েছিল তাঁদের। এক কাপড়ে পালিয়ে আসা লোকজনের এদেশের প্রমাণ বলতে ছিল উদ্বাস্তু সার্টিফিকেট। ২০১৪ সালে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত হই। তিন মাস ছিলাম শিলচরের ডিটেনশন ক্যাম্পে। পৈতৃক সূত্রে পাওয়া উদ্বাস্তু সার্টিফিকেট জমা দিয়েছিলাম। ফরেনার্স ট্রাইব্যুনাল মানল না। ২০২১ সালে বিদেশি নাগরিক বলে চিহ্নিত করা হল আমাকে। এবার বলা হচ্ছে, হিন্দুরা সব সিএএতে আবেদন করলেই হবে! মানে ভারতীয় প্রমাণের লড়াই থেকে সরে এসে এবার বিদেশি মানতে হবে নিজেকে?”

spot_img

Related articles

এক দশক পর শীতলতম বড়দিন পেল বাংলা!

যিশু জন্মদিনের সকালে (Christmas morning) কলকাতার তাপমাত্রা (Kolkata temperature) নামলো ১৩.৭ ডিগ্রিতে। শীতের আমেজে জমজমাট বড়দিনের আবহাওয়া। দক্ষিণবঙ্গে...

মধ্যরাতে কর্নাটকের ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষে ঝলসে মৃত্যু অন্তত ১০ জনের

বড়দিনে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে। বেসরকারি একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের (bus truck accident) ফলে বাসে আগুন ধরে যাওয়ায়...

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...