Sunday, November 9, 2025

দ্বিতীয় দফার ভোটের আগে আচমকাই অসুস্থ রাহুল! বাতিল একাধিক কর্মসূচি

Date:

Share post:

আচমকাই অসুস্থ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)! লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফা মিটতে না মিটতেই আচমকা এমন খবরে বেশ বেকায়দায় হাত শিবির (Congress)। রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) এক্স হ্যান্ডেলে জানান, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল। আর সেকারণে এই মুহূর্তে তাঁর দিল্লি থেকে বেরনো একেবারেই অসম্ভব। তবে সোনিয়া তনয়ের ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

রবিবারই রাঁচিতে INDIA জোটের মহামহাসমাবেশে বক্তব্য রাখার কথা ছিল রাহুলের। কিন্তু আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা এই মুহূর্তে বাতিল করা হয়েছে। পরিবর্তে INDIA জোটের সভায় যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনিই সভায় বক্তৃতা দেবেন। পাশাপাশি আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার সভাতেও অংশ নিতে পারবেন না বলেই কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই বিরোধী জোটকে আরও শক্তিশালী করতেই রবিরার রাঁচিতে সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিনের সভায় উপস্থিত থাকার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মান, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনারও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সমাবেশে। কিন্তু এরই মাঝে আচমকা রাহুলের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কংগ্রেস সাংসদের সুস্থতা কামনা করেছেন অনেকেই।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...