Sunday, January 11, 2026

ফের চাপে ভারতীয় কুস্তি ফেডারেশন, দেওয়া হল নির্বাসনের হুমকি

Date:

Share post:

ফের চাপে ভারতীয় কুস্তি ফেডারেশন । ভারতীয় কুস্তি ফেডারেশনকে আবার নির্বাসনের হুমকি দিল বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। আর এর কারণেই মুশকিলে পড়তে পারে অলিম্পিকে ভারতীয় কুস্তিগিরদের ভবিষ্যৎ।জানা যাচ্ছে, আবার অ্যাড হক কমিটি বসানোর কথা ভাবছে ক্রীড়ামন্ত্রক। তারপরই ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাবধান করা হয় বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার পক্ষ থেকে। দেওয়া হয় নির্বাসনের হুমকি। জানানো হয়, যদি আবার অ্যাড হক কমিটিকে ফিরিয়ে আনা হয়, তাহলে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হবে।

এই নিয়ে বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার তথা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর সভাপতি নিনাদ লালোভিচ ভারতীয় কুস্তি ফেডারেশনকে পাঠানো মেলে লেখেন, “আমরা জানতে পেরেছি, ভারতের ক্রীড়ামন্ত্রক আপনাদের উপর ফের অ্যাড হক কমিটি বসাতে চায়। যদি তৃতীয় পক্ষ ফেডারেশনের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করে, তা বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার নিয়মের বিরুদ্ধে যাবে। সেক্ষেত্রে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ফের আপনাদের সাময়িক ভাবে সাসপেন্ড করতে বাধ্য হবে।“

গতবছর থেকেই ভারতের কুস্তিমহল বিতর্কে জর্জরিত। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরেই ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় কুস্তি ফেডারেশনে।সরিয়ে দেওয়া হয় তাকে। এরপরই বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা সাসপেন্ড করে দেশের কুস্তি ফেডারেশনকে। যদিও তার কারণ ছিলো, দীর্ঘদিন ধরেই ফেডারেশনে কোনও নির্বাচিত কমিটি ছিল না। সে সময় দেশের কুস্তির দায়িত্ব ছিল ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটির হাতে। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা উঠে যায়।

কিন্তু কেন আবার এল নির্বাসনের কথা। ঘটনার সূত্রপাত, গত বছরের ডিসেম্বরে নির্বাচন হয় দেশের কুস্তি ফেডারেশনে।নির্বাচনে ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হন। যদিও সেই কমিটিকে বাতিল করে ক্রীড়ামন্ত্রক। সেই নিয়েও দীর্ঘদিন অচলাবস্থা চলেছে কুস্তি ফেডারেশনে। সেক্ষেত্রে আবার অ্যাড হক কমিটি বসানোর কথা ভাবতে শুরু করে ক্রীড়ামন্ত্রক। আর তার পরই সাবধান করা হয় কুস্তি ফেডারেশনকে সামধান করে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

আরও পড়ুন- কেকেআর-পাঞ্জাব ম্যাচের মাঝেই মেজাজ হারালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিও

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...