Tuesday, January 13, 2026

লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না প্রিয়াঙ্কা! আমেঠি-রায়বরেলী চিন্তা বাড়ছে কংগ্রেসের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) প্রার্থী হতে চান না প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Badra)! কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ইতিমধ্যে তিনি সে কথা জানিয়েও দিয়েছেন। কিন্তু রাহুল গান্ধী (Rahul Gandhi) ওয়েনাড়ের পাশাপাশি আমেঠি বা রায়বরেলী থেকে প্রার্থী হবেন কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারবে না হাত শিবির (Congress)।

আমেঠি, রায়বরেলীর প্রার্থী কারা হবেন, তা নিয়ে সোমবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে প্রিয়াঙ্কার আলোচনা হয়েছিল। প্রিয়াঙ্কা তাঁকে জানিয়েছেন, তিনি গোটা দেশে প্রচারে মন দিতে চান। শুধু আমেঠিতে লড়তে গেলে তিনি একটি আসনে আটকে যাবেন। অন্যদিকে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ শিবির বলছে, এখন আমেঠি থেকে লড়তে হলে প্রিয়াঙ্কার হাতে বেশি সময় নেই। স্মৃতি অনেক আগেই প্রচার শুরু করে দিয়েছেন। আর প্রথম বার ভোটে নেমেই প্রিয়াঙ্কা হার দিয়ে শুরু করতে চান না। আর সেকারণেই প্রিয়াঙ্কা যে লড়ছেন না, সেটা স্পষ্ট। কারণ ৩ মে পর্যন্ত রোজই তাঁর প্রচার কর্মসূচি রয়েছে।

অন্যদিকে রাহুলের অবশ্য ১ ও ৩ মে কোনও প্রচার কর্মসূচি নেই। যার অর্থ, তিনি দু’দিনের মধ্যে যে কোনও দিন আমেঠি বা রায়বরেলী থেকে মনোনয়ন জমা দিতে পারেন। তবে কংগ্রেসের একটি সূত্রের খবর, রাহুল গান্ধী প্রাথমিক ভাবে এ বার শুধু কেরলের ওয়েনাড় থেকেই লড়তে চেয়েছেন। কিন্তু কংগ্রেসের সকলে মনে করছেন, উত্তরপ্রদেশে দুই আসন থেকে গান্ধী পরিবারের কেউ না লড়লে ভোটের আবহে দেশবাসীর কাছে খারাপ বার্তা যাবে। সে ক্ষেত্রে রাহুলের এবার আমেঠির বদলে সোনিয়া গান্ধীর গত বিশ বছরের আসন রায়বরেলি থেকে ভোটে লড়ার সম্ভাবনা বেশি।

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...