Thursday, November 6, 2025

নির্লজ্জ পরিবারতন্ত্র: ব্রিজভূষণের বদলে কাকে প্রার্থী করছে BJP!

Date:

Share post:

বিরোধীদের ‘পরিবারবাদ’ নিয়ে নিশানা করে বিজেপি (BJP)। অথচ পরিবারতন্ত্রের ভুরি ভুরি উদাহরণ গেরুয়া শিবিরে। শুধু তাই নয়, ক্ষমতা ধরে রাখতে যৌন হেনস্থায় অভিযুক্তর পরিবারের সদস্যকেও প্রার্থী করে বিজেপি। কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) ছেলেকে টিকিট দিল পদ্ম শিবির।

দেশের হয়ে লড়াই করা কৃতী পদকজয়ী কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগে মামলা চলছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন, দিনের পর দিন বসে থেকে নামী কুস্তিগীররা। কিন্তু সেই ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তো নেয়নি উল্টে তাঁকে এবার লোকসভা নির্বাচনে টিকিট দেওয়াও চেষ্টা করেছিল বিজেপি। উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে সমাজবাদী পার্টির টিকিটে লড়ে জিতেছেন। সাংসদ হয়েছেন নির্দল হিসেবেও। কাইজারগঞ্জের বাইরে একাধিক লোকসভা কেন্দ্রে প্রভাবশালী এই জাঠ নেতার প্রভাব রয়েছে। এহেন নেতাকে প্রার্থী করতে মন চেয়েছিল পদ্মশিবিরের। তার জন্য চেষ্টার ত্রুটি করেনি। আদালতে গিয়ে অভিযোগের কালি মুছতে চেয়েছেন ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh)। কিন্তু তা হয়নি। এই পরিস্থিতিতে তাঁকে প্রার্থী করলে ফল উল্টো হতে পারে ভেবেই শেষ পর্যন্ত তাঁর পুত্র ছেলে করণভূষণ সিংকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

২০মে কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। ২৬ এপ্রিল থেকে ৩ মে থেকে মনোনয়ন জমা র সময়। বাধ্য হয়েই করণভূষণকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। কিন্তু পরিবারবার শুধু নয়, একজন যৌন হেনস্থায় অভিযুক্তর ছেলেকেই প্রার্থী করা ভোটাররা কী ভাবে গ্রহণ করবে, সেটা জানা যাবে ৪ জুন।




spot_img

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...