Thursday, November 6, 2025

এবার মঙ্গলে মানুষ, লাল গ্রহে থাকবেন নাসার ৪ নভশ্চর!

Date:

Share post:

একদিন বা দুদিন নয়, টানা দেড় মাস ধরে মঙ্গল গ্রহে থাকবেন নাসার ৪ নভশ্চর (4 Humans to begin living on mars)! খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। চাঁদের মাটিতে মানুষ পৌঁছলেও মঙ্গলে এখনও কারও পা পড়েনি। স্বয়ংক্রিয় মহাকাশযান পাঠিয়ে লাল গ্রহে গবেষণা চালাচ্ছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা। এবার সকলকে টেক্কা দিয়ে মঙ্গলে মানুষ পাঠিয়ে ইতিহাস তৈরির পথে NASA? সত্যিই কি তাই? মহাকাশ গবেষণার কাজে বড় পদক্ষেপ করতে চলেছে আমেরিকার গবেষণা সংস্থা। আগামী ১০ মে থেকে মঙ্গল গ্রহে থাকা শুরু করবেন জেসন লি, স্টেফানি নাভারো, পিয়ুমি উইজেসেকারা এবং শরিফ আল রোমাইথি (Jason Lee, Stephanie Navarro, Piyumi Wijesekara and Sharif Al Romaithi)। প্রস্তুতি তুঙ্গে।

চাঁদে মানুষ গেছে, একাধিক মহাকাশযান পাঠানো হয়েছে। সূর্যের দেশেও স্যাটেলাইট পাঠিয়ে গতিবিধি পর্যবেক্ষণের কাজ চলছে। তবে মঙ্গল (Mars) নিয়ে মানুষের উতসাহ কম নয়। লাল গ্রহের দেশের জল থেকে মাটি সব নিয়েই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু প্রায় ৪৫ দিন ধরে ভিনগ্রহে মানুষের থাকার মতো পরিস্থিতি রয়েছে কি? নাসা (NASA)সূত্রে জানা যাচ্ছে, আসলে ভবিষ্যতের পরিকল্পনার কথা মাথায় রেখে এক কৃত্রিম পরিবেশে গবেষণা চালানোর পরিকল্পনা করা হয়েছে। হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে মঙ্গলের আবহাওয়া, পরিবেশই কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে। সেই পরিবেশেই ৪৫ দিন কাটাবেন জেসনেরা। নাসা এই গবেষণার নাম দিয়েছে ‘হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ’ (Human Exploration Research Analog)। অর্থাৎ আদতে মঙ্গলে মানুষ পাঠানোর মতো কোনও ব্যবস্থা করে উঠতে পারেনি আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা । একই ধরণের পরিবেশ তৈরি করে গোটা বিষয়টা বুঝে নিতে চাইছেন বিজ্ঞানীরা। যে চার নভশ্চর ‘মঙ্গল যাত্রা’ করবেন তাঁদের মধ্যে রয়েছেন কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। স্টেফানি নাভারো নাসার স্যাটেলাইট প্রোগামের সঙ্গে যুক্ত ছিলেন। তা ছাড়া, তিনি সেনাবাহিনীতেও কাজ করেছেন। পিয়ুমি উইজেসেকারা নাসার গবেষক এবং আবু ধাবির বাসিন্দা শরিফ আল রোমাইথি পেশায় একজন বিমানচালক।

 

spot_img

Related articles

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...