Saturday, November 8, 2025

ভোটে জয় পেতে জুমলাবাজি বিজেপির হাতিয়ার, বীরভূমে তোপ মমতার

Date:

Share post:

বীরভূমে দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চে বিজেপির জুমলার বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে রীতিমতো জোরালো হুঙ্কার মমতার। তাঁর কথায়, আজ বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে। বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাও। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকবে সারাজীবন। তোদের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চুল স্পর্শ করার।দেশ লুট করে নিয়েছে বিজেপি ।‌বিজেপি বাংলার বদনাম করছে । বাংলা থেকে তৃণমূলকে সরাতে চায়। নোট বন্দি সময় জনগণের টাকা লুট করেছে। বাঁচতে চাইলে বিজেপিকে সরান। মোদি মিথ্যে প্রচার করে। তিন বছর ১০০ দিনের টাকা দেয়নি ।‌ভোটে বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা প্রচার করছে । কোথা থেকে আসছে এত টাকা? গরীবের টাকা আটকে রেখেছে বিজেপি। জনগণের টাকা চুরি করেছে। দিল্লির সরকার টাকা বন্ধ করে রেখেছে।
৬৯ লক্ষ পরিবারকে ১০০ দিনের টাকা দিয়েছে রাজ্য। দু বছরের রেশনের কোনও টাকা দেয়নি। মোদি- শাহ মিথ্যে প্রচার করছেন। তার স্পষ্ট কথা,এত অত্যাচারী প্রধানমন্ত্রী দেখিনি। ২৬ হাজার চাকরি খেয়েছে বিজেপি। আমরা চাকরিহারাদের পাশে আছি। ভুল করলে সংশোধনের সুযোগ দিতে হবে। সিএএ এনআরসি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করব আমরা। বিজেপি কে বক ধার্মিক বলেও কটাক্ষ মমতার।‌

সোমবার দুপুরে সিউড়িতে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে ছিল উপচে পড়া ভিড়। মমতা বলেন, রাঙামাটি, লালমাটির দেশ এই বীরভূম। অনেক সতীপীঠ আছে এখানে। বীরভূম জেলার ভবিষ্যৎ অনেকই উজ্জ্বল। দেউচা পাচামির মতো দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হচ্ছে এখানে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।
মমতা বলেন, আমরা নিজেদের ক্ষমতার জোরে একটা কর্মশ্রী প্রকল্প করছি। যেখানে জব কার্ড হোল্ডাররা বছরে ৫০ দিনের কাজ পাবেন। সব টাকা আমরা দেব।তিনি বলেন, বীরভূম জেলার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। দেউচা পচামিতে হচ্ছে কয়লা খনি। বাংলার ১০০ বছর বিদ্যুতের অভাব হবে না। ৫৮ কোটি টাকা ব্যয়ে পানীয় জলের প্রকল্প হয়েছে। ১৬৫ কোটি টাকা ব্যয়ে অজয় নদীর ওপর সেতু তৈরি হয়েছে। ৪৩৯ কোটি টাকা ব্যয়ে কান্দি মাস্টার প্রকল্প হয়েছে। রামপুরহাট শান্তিনিকেতনে মেডিকেল কলেজ হয়েছে। বীরভূমে নতুন আটটি থানা হয়েছে। উন্নয়নের খতিয়ান দিয়ে মমতা বলেন, ১ লক্ষ কর্মসংস্থান হবে দেউচা পচামিতে। দেউচা পচামিতে কেউ বেকার থাকবে না। তারাপীঠের উন্নয়ন হয়েছে। কঙ্কালীতলা বক্রেশ্বরে ট্যুরিজম সার্কিট।




 

 

spot_img

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...