Friday, November 7, 2025

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার! মুখে ছেটানো হল কালিও 

Date:

Share post:

নিজের কেন্দ্রে লোকসভা ভোটের (Loksabha Election) প্রচারে (Campaign) বেরিয়ে আক্রান্ত হলেন কংগ্ৰেস প্রার্থী কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। উত্তর দিল্লির প্রার্থীর মুখে-গায়ে কালো কালি ছেটানোর অভিযোগ সামনে এসেছে‌। সূত্রের খবর, দিল্লির উসমানপুর এলাকায় প্রচার সারতে গেলে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হন কানহাইয়া। তবে শুধু কানহাইয়া কুমার নন তাঁর সঙ্গে থাকা আম আদমি পার্টির এক কাউন্সিলরকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

সূত্রের খবর, এদিন কংগ্রেস নেতার উপরে কমপক্ষে সাত-আটজন চড়াও হয়েছিল। দলীয় বৈঠক থেকে কানহাইয়া বেরতেই তাঁকে ঘিরে ধরেন সমর্থকরা। ওই ভিড় থেকেই আক্রমণকারীরা মালা পরানোর নামে কানহাইয়ার দিকে এগিয়ে আসেন। এরপর কানহাইয়ার গলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গেই সপাটে চড় বসিয়ে দেন গালে। ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান কংগ্রেস প্রার্থী। এরইমধ্যে হামলাকারীরা কালো কালি বের করেও কানহাইয়াকে লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ। এদিকে ঘটনার পর দুই অভিযুক্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় কানহাইয়া কুমারের উপরে হামলার ভিডিয়ো শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্তরা বলছেন তাঁরাই কানহাইয়া কুমারকে চড় মেরেছেন। কানহাইয়া কুমার দেশভাগের স্লোগান দিয়েছিলেন এবং ভারতীয় সেনাকে অপমান করেছেন। তার প্রতিশোধ নিতেই কংগ্রেস নেতার উপরে হামলা।

এদিকে আক্রমণের ঘটনার পরপরই পুলিশে অভিযোগ জানিয়েছেন আহত আম আদমি পার্টির কাউন্সিলর ছায়া গৌরব শর্মা। তিনি দানান, কর্তার নগরের পার্টি অফিস থেকে বেরতেই সাত-আটজন এসে কানহাইয়া কুমারকে মালা পরান। এরপরই তাঁর উপর কালি ছোড়েন এবং তাঁকে চড় মারেন। গোটা ঘটনায় তিন-চারজন মহিলাও আহত হন। এক মহিলা সাংবাদিকও ধাক্কাধাক্কিতে ড্রেনে পড়ে যান বলে খবর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ভাইরাল ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।


spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...