সীমান্তে পাচারের অভিযোগে ধৃত সিপিএম নেতা, বাজেয়াপ্ত বিদেশি মুদ্রা সহ লক্ষ লক্ষ টাকা

পঞ্চম দফার ভোটের আগেই সীমান্ত এলাকা থেকে নগদ কয়েক লক্ষ বিদেশি টাকা-সহ ধরা পড়ল সিপিএম নেতা। উদ্ধার হয়েছে মোট ৩ লক্ষ ৬ হাজার বাংলাদেশি টাকা। শহিদুল ইসলাম নামের ওই সিপিএম নেতাকে আটক করে জেরা করা হচ্ছে।

বসিরহাটের স্বরূপনগরে হাকিমপুর সীমান্তের কাছে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী শহিদুল ইসলাম নিজের শরীরে জড়িয়ে গায়ে চাদর দিয়ে ৩ লক্ষ ৬ হাজার বাংলাদেশী টাকা ভারত থেকে বাংলাদেশে পাচারের ছক কষছিল বলে অভিযোগ। ঠিক সেইসময় গোপনে খবর পেয়ে বিএসএফের জওয়ানরা হাকিমপুর চেকপোস্টে ওই সিপিএম নেতার তল্লাশি করে। উদ্ধার হয় বিপুল বিদেশি মুদ্রা। তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। সিপিএম নেতার কাছ থেকে বিদেশি মুদ্রা উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে ওই নেতার যোগ নিয়ে।

আরও পড়ুন-আপ নেতাদের জেলে ভরাই উদ্দেশ্য! বিজেপির সদর দফতরে পৌঁছে মোদিকে ধুয়ে দিলেন কেজরি