Wednesday, May 7, 2025

এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ লকেটের! অসীমার সঙ্গে প্রতিরোধ স্থানীয় মহিলাদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় হুগলির পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। পরাজয় নিশ্চিত জেনে এবার এলাকায় ঘুরে ঘুরে অশান্তি বাধানোর চেষ্টা বিজেপি প্রার্থীর। তবে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করলে প্রতিরোধ করেন ধনেখালির স্থানীয় মহিলারাই। লকেটকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁরা অভিযোগ করেন তাঁদের এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ করছিলেন বিজেপি সাংসদ। ঘটনাস্থলে পৌছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। তাঁকে দেখে যেন আস্থা ফিরে পান বাসিন্দারা। বিধায়কের সঙ্গে স্থানীয় মহিলাদের প্রতিরোধের মুখে অশ্লীল ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ।

পঞ্চম দফা নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঢুকে অশান্তি বাধানোর চেষ্টা করে চলেন লকেট চট্টোপাধ্যায়। ধনেখালিকে যেন টার্গেট করে তৃণমূল কর্মীদের হেনস্থা ও অশান্তি করা শুরু করেন তিনি। একটি বুথে ঢুকে নির্বাচনের কাজে যুক্ত মহিলা পুলিশ কর্মীকেও জোর করে বের করে দেন তিনি। এরপর আরেক এলাকায় ঢুকে ভোটাদের হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। ভোটারদের লাইনে ঢুকে হুমকির ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলে লাইনে দাঁড়ানো ভোটাররা প্রতিবাদ করেন। অনেকে দাবি করেন সুস্থ ভোটে অশান্তি করতে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। গতবারের ভোটেও এভাবে তিনি অশান্তি বাধানোর চেষ্টা করেন বলেও দাবি ভোটারদের।

এরপরই ঘটনাস্থলে পৌঁছান ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। মহিলারা অভিযোগ করেন শান্তিপূর্ণ এলাকায় নিজের লোক ঢোকানের চেষ্টা করার জন্য এলাকায় আসেন বিজেপি সাংসদ। তাঁকে দেখে স্থানীয়দের মধ্যে তৃণমূলের জনসমর্থন দেখে কার্যত ভয় পেয়ে যান লকেট। শেষে অশ্লীলভাবে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পাল্টা অসীমা পাত্র ও তাঁর অনুগামীরা ‘ডাকাত’ বলে কটাক্ষ করেন লকেটকে।

spot_img

Related articles

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...