Thursday, August 28, 2025

ভক্তের অস্ত্রোপচার দায়িত্ব নিলেন মাহি, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

ফের একবার মানবিক মহেন্দ্র সিং ধোনি। পাশে দাঁড়ালেন এক ভক্তের। মাহি অনুরাগীদের কাছে ধোনি হলেন ভগবান। তাঁকে একবার দেখার জন্য , তাঁকে একবার ছোঁয়ার জন্য পাগল হয়ে যায় মাহির ভক্তকুল। আর এবার ভক্তের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যা মন কেড়েছে নেটিজেনদের।

ঘটনার সূত্রপাত ২০২৪ আইপিএল। সদ্য শেষ হওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ চলাকালীন এক ভক্ত পুলিশের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। ছুটে যান ধোনির কাছে। সেখানেই সেই ভক্তের এক রোগের কথা জানতে পারেন মাহি। তারপর নিজের কাঁধেই তুলে নেন চিকিৎসার খরচ। যা জানিয়েছেন সেই অনারাগী। এই নিয়ে সেই ভক্ত বলেন, “ আমি যখন মাঠে প্রবেশ করি, তখন আমার পিছনে ছিলেন বেশ কয়েকজন বাউন্সার, পুলিশকর্মী। তাঁদের হাত থেকে মাহি স্যরই আমাকে রক্ষা করেন। আমি খুব হাঁপাচ্ছিলাম। জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। মাহি স্যর আমাকে হাঁপাতে দেখে প্রশ্ন করেন, তুমি এত হাঁপাচ্ছ কেন? মাহি স্যরের প্রশ্নের জবাবে আমি বলি, আমার নাকে একটা সমস্যা রয়েছে। মাহি ভাই তখন আমাকে বলেন, তোমার কিছু হবে না। আমি থাকতে তোমার কোনও সমস্যা হবে না। আমি তোমার অস্ত্রোপচারের দায়িত্ব নিলাম। বাউন্সারদের হাত থেকেও ধোনি স্যর আমাকে রক্ষা করেছিলেন। আমার সঙ্গে ২১ সেকেন্ডের কথা হয়েছিল ধোনি স্যরের। ওটাই আমার জীবনের সেরা মুহূর্ত।” আর এই ভিডিও ভাইরাল হতেই মন কেড়েছে নেটিজেনদের।

২০২৪ আইপিএল-এ চেন্নাইয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাহি। চোটের জন্য শুরুর দিকে ব্যাটও করতেও নামেননি তিনি।

আরও পড়ুন- অনুশীলনে নেমেই অসন্তুষ্ট টিম ইন্ডিয়া, পরিকাঠামো নিয়ে অখুশি নন ভারতীয় দলের কোচ

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...