Wednesday, November 5, 2025

পুনর্নির্বাচনে বিজেপি নেতাকে ঘিরে উত্তেজনা বারাসাতে

Date:

Share post:

রাত পোহালেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের গণনা। প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা! প্রায় সমস্ত বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোলে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদির ফেরার আভাস দেওয়া হয়েছে। বাংলাতেও শাসক তৃণমূলের চেয়ে আসন সংখ্যায় এগিয়ে থাকবে বিজেপি, এমনটাই দাবি করা হয়েছে বেশিরভাগ বুথ ফেরৎ সমীক্ষায়। যদিও বিজেপি বিরোধীরা এই সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ। বরং, ইন্ডিয়া জোটের তরফে দাবি করা হয়েছে কমপক্ষে ২৯৫ আসন নিয়ে ক্ষমতায় আসবে তারা।

এরই মাঝে ফের ভোট! আজ, সোমবার বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো আজ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু পুনর্নির্বাচনেও অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ উঠল।

 

বারাসাতের কদম্বগাছির ৬১ নম্বর বুথ এলাকায় যান বিজেপি নেতা কাসেম আলি। বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা কাসেম আলি ভোটারদের সঙ্গে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে তৃণমূল। সেই সময় পুলিশ বিজেপির ওই নেতাকে বের করে দেয়। পুলিশ জানিয়েছে, কাসেম আলি ৬১ নম্বর বুথ এলাকার ভোটার নয়। সেজন্যই তাঁকে বের করে দেওয়া হয়েছে। উনি এসে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলেন বলে দাবি করেছে পুলিশ।

কে এই কাসেম আলি? রাজনৈতিক জীবনে মুকুল রায়ের অনুগামী হিসেবে পরিচিত। একটা সময় চুটিয়ে তৃণমূল করতেন এই কাসেম আমি। এরপর মুকুল রায় বিজেপিতে গেলে তাঁর পিছন পিছন গেরুয়া শিবিরে যোগ দেন কাসেম। একুশের বিধানসভা নির্বাচনের পর মুকুল রায় তৃণমূলে ফিরল কাসেমও আসার চেষ্টা করে। কিন্তু তৃণমূল তাঁকে গুরুত্ব দেয়নি। অগত্যা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে বিজেপিতে থেকে যান কাসেম। এবার লোকসভা ভোটে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন কাসেম।

spot_img

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...