Wednesday, December 24, 2025

বেলা বাড়তেই ডায়মন্ড হারবারে লিড বাড়ছে অভিষেকের, গণনা কেন্দ্রের বাইরে “নাটক” বিজেপি প্রার্থীর

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার মূলত অসম লড়াই। তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীরা কার্যত প্রার্থী খুঁজে পাচ্ছিল না। অবশেষে বামেরা প্রার্থী করে প্রাক্তন ছাত্রনেতা প্রতীকউর রহমানকে। এবং বিজেপি প্রার্থী করে বহু পরীক্ষিত অভিজিৎ দাস ওরফে ববিকে। এই অভিজিৎ দাস বহুবার ভোটে দাঁড়িয়েছেন এবং হেরেছেন। একবার তো জামানত বাজেয়াপ্ত হয়েছিল বিজেপির এই প্রার্থীর। কিন্তু প্রার্থী না পেয়ে সেই অভিজিতেই ভরসা রেখেছিল বিজেপি।

অন্যদিকে, ডায়মন্ড হারবারে কার্যত “ফাঁকা” মাঠে ৪ লক্ষ ভোট জেতার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন অভিষেক। বেলা যত বাড়ছে ব্যবধান ততই বাড়ছে। ৭টি বিধানসভায় ব্যাপক লিড নিয়ে এগিয়ে চলেছেন অভিষেক।

এদিকে নিশ্চিত হার বুঝে হেস্টিংসে ভোটগণনা কেন্দ্রের বাইরে নাটক শুরু করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। হারের আগে বিজেপি প্রার্থী অজুহাত তৈরি করতে বিজেপি প্রার্থীর দাবি, কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার হচ্ছে। এমনই অভিযোগ করে গণনা কেন্দ্রের বাইরে ধরনায় ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...