Tuesday, August 26, 2025

সায়নীর অভিধানে নেই “বিশ্রাম”! ট্রিপল ইঞ্জিন মডেলে উন্নয়নের বার্তা

Date:

Share post:

চাঁদিফাটা রোদ, তীব্র দাবদাহ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ভোট প্রচারে প্রায় আড়াই মাস মাঠে ছিলেন যাদবপুরের নবনির্বাচিত তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh)। ভোট পর্ব মিটতেই ফের মানুষের মধ্যে সায়নী। ঘুরছেন তাঁর লোকসভার অন্তর্গত প্রতিটি বিধানসভায়। মাঝে দিল্লিতে গিয়ে সাংসদ হিসেবে নাম নথিভুক্ত করিয়েছেন। সামনেই ২১ জুলাই সমাবেশ। যুব সভানেত্রী হিসেবে তৃণমূল ভবনে সামলেছেন সাংগঠনিক দায়িত্ব। তারপর আবার নেমে পড়েছেন মাঠে। মানুষের মাঝে। সায়নীর অভিধানে “বিশ্রাম” শব্দটি নেই।

এবার ভাঙড়ে। যে ভাঙড় তাঁকে প্রায় ৯০ লক্ষ ভোট লিড দিয়েছে। ভোট এলেই চর্চার কেন্দ্রে থাকে ভাঙড়। যাদবপুর লোকসভার এই বিধানসভায় তৃণমূল-আইএসএফ টানাপোড়েন নিত্য ঘটনা। সেখানেই উন্নয়নের ‘ট্রিপল ইঞ্জিন’ মডেল ঘোষণা করলেন সদ্য নির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। ভাঙড়ে বিজয় উৎসবের যোগ দিয়ে সদ্য নির্বাচিত সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা ও সায়নী ঘোষ মিলে ‘ট্রিপল ইঞ্জিন’ উন্নতি করা হবে ভাঙড়ের। শুধু তাই নয়, এই এলাকার জন্য তাঁর কী কী পরিকল্পনা রয়েছে, সে কথাও তুলে ধরেন বক্তব্যে।

ভাঙড়ের পরিকল্পনা সম্পর্কে সায়নীর বক্তব্য, সাংসদের একটি দলীয় কার্যালয় হবে এখানে। মাসে দু’বার তিনি বসবেন। সরাসরি মানুষের অভাব-অভিযোগের কথা শুনে সেগুলি প্রতিকারের চেষ্টা করা হবে। এই বিধানসভায় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সহ সব বিষয়ে উন্নয়ন করার দিকে নজর দেবেন বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সাংসদ। সাধারণ মানুষ যাতে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সেজন্য তিনি একটি হেল্প লাইন নম্বরও চালু করবেন।

বিজয়গঞ্জ বাজারে সায়নীকে সাংসদ হিসাবে সংবর্ধনা দেওয়া হয়। পাল্টা তিনিও সংবর্ধিত করেন সেই সমস্ত তৃণমূল কর্মীকে যাঁরা ভোট যুদ্ধে আহত বা আক্রান্ত হয়েছিলেন। যে ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে ভাঙড় বিধানসভা তাঁর মধ্যে ৯টি পঞ্চায়েতে লিড পেয়েছে তৃণমূল। সেখানকার নেতৃত্বের হাতে মেডেল তুলে দেন সায়নী। পাশাপাশি আগমী বিধানসভা ভোটের সুরও বেঁধে দেন। ২০২৬ সালের ভোটে ভাঙড় থেকে কমপক্ষে এক লক্ষ মার্জিন দিতে হবে তৃণমূলকে। টার্গেট বেঁধে দেন সাংসদ।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...