Sunday, January 11, 2026

কাশ্মীরের অনুকরণে জম্মুতে সন্ত্রাস দমন! নির্দেশে দিশাহীন অমিত শাহ

Date:

Share post:

জঙ্গি ও সন্ত্রাস দমনে নতুন কোনও দিশা দেখাতে পারল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। জম্মু এলাকায় সন্ত্রাস দমনে সেই কাশ্মীরের নীতিই প্রয়োগ করার বার্তা অমিত শাহের (Amit Shah)। শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকে তীর্থস্থানগুলির নিরাপত্তা বাড়ানো নিয়েও আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।

কেন্দ্রে তৃতীয় মোদি সরকার শপথ গ্রহণের পরেই জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়েছে। বহু বছর পরে আক্রান্ত হয়েছে তীর্থযাত্রীরা (pilgrims)। তিনমাস ধরে নির্বাচন প্রক্রিয়ায় মজে থাকা কেন্দ্রের সরকারের ঢিলেঢালা মনোভাবের সুযোগ নিয়েছে সন্ত্রাসবাদীরা। অবশেষে কাশ্মীর যে অশান্ত, তা স্বীকার করতে বাধ্য হয়েছে মোদি সরকার। শান্তি ফেরাতে ও সাধারণ মানুষ থেকে তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেই বৈঠকে কাশ্মীরে জঙ্গি দমনে যে পন্থা নেওয়া হয়েছিল, তাই অনুসরণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরিয়া ডমিনেশন (Area domination) থেকে জিরো টেরর প্ল্যান (Zero terror plan) – দুই ধরনের পন্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। প্রায় ছয় ঘণ্টার ম্যারাথন উচ্চপর্যায়ের বৈঠকে (high level meeting) নতুন কোনও পন্থা খুঁজে পায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও কাশ্মীরে মোদি সরকারের নীতি ব্যর্থ হওয়াতেই ফের হামলার ঘটনা সামনে এসেছে, দাবি বিরোধীদের। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠা না হলে কাশ্মীরে আদৌ নির্বাচন সম্ভব কি না, তা নিয়েও কোনও সমাধান রবিবারের বৈঠক থেকে বেরিয়ে আসেনি।

আগামী ২৯ জুন থেকে অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হবে। আগস্ট মাসের ১৯ তারিখ পর্যন্ত এই যাত্রা চলার সম্ভাবনা। সেই সময়ের মধ্যে কীভাবে তীর্থযাত্রীদের নিরাপত্তা দেওয়া হবে তা নিয়েও রিপোর্ট পেশ করেন উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠকের পরে রবিবার মণিপুরের (Manipur) রাজ্যপালের সঙ্গে দেখা করেন অমিত শাহ। সেখানকার পরিস্থিতি নিয়েও বিস্তারিত রিপোর্ট নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

spot_img

Related articles

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...