টি-২০ বিশ্বকাপের সুপার আটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সুপার এইটে টিম ইন্ডিয়ার সামনে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ২০ তারিখ নামবে রোহিত শর্মারা। তবে তার আগে হালকা মেজাজে বিরাট কোহলি-অর্শদীপ সিং। সমুদ্রের ধারের বিচ ভলিতে মাতলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিসিসিয়াই যে ছবি পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, দুটি দলে ভাগ হয়ে ভলি খেলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।।একটি দলে ছিলেন কোহলি, শিবম দুবে, চ্যাহালরা। অন্যদলে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অর্শদীপরা। শেষ পর্যন্ত জয় পায় বিরাটদের দল। দুরন্ত খেলে মন জয় করে নেন অর্শদীপ। এই ছবি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

View this post on Instagram
টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্বে ভারতের প্রথম ম্যাচ খেলতে নামবে বার্বাডোজে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে। রোহিত শর্মাদের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ। তৃতীয় ম্যাচ ২৪ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

