Friday, August 22, 2025

কান জয়ী অনসূয়া ফিরলেন যাদবপুরে, অভিনেত্রীকে বিশেষ পদ বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

কান পুরস্কার (Cannes film festival)জয়ী ‘দ্য শেমলেস’ (The Shameless) অভিনেত্রী অনসূয়া সেনগুপ্তকে (Anasuya Sengupta) সম্মান জানালো ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দেশের মধ্যে প্রথম কোন অভিনেত্রী এই পুরস্কার পেয়েছেন। তিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তাই নিজের শিক্ষাঙ্গনে ফেরার একটা আলাদা অনুভূতি ধরা পড়ল অনসূয়ার চোখে মুখে। প্রাক্তন অধ্যাপকদের কাছ সম্মান পেয়ে আপ্লুত অভিনেত্রী বলছেন, এই বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর শিল্পসত্তার জন্ম হয়েছিল। এদিন তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার প্রস্তাবও দেওয়া হয়।

বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা কনস্ট্যান্টিন বোজানোভ পরিচালিত এবং রচিত এই ‘দ্য শেমলেস’ রেণুকা নামের এক সেক্স ওয়ার্কারের জীবন ঘিরে আবর্তিত হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া।৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গোটা দেশের জন্য একরাশ নতুন আশার বার্তা এনে দেন বাঙালি অভিনেত্রী। ‘আন সার্টেন’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান জিতে নিয়েছেন তিনি। বাংলা থেকে অভিনয় ডেবিউ করা অনসূয়া ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান জিতলেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যা সর্বপ্রথম। এর আগে কান চলচ্চিত্র উৎসবে এত বড় পালক কোনও ভারতীয় শিল্পীর মুকুটে শোভা পায়নি।

অভিনেত্রী ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই জে ইউ- তে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন। বৃহস্পতিবার ক্যাম্পাসের কে পি বসু মেমোরিয়াল হলে D.Y.W এবং ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনসূয়া বলেন, যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক প্রতিভার জন্ম দিয়েছে এবং দেশ তথা বিশ্বে তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছেন সেই ধারা আগামীতেও চলতে থাকবে। এদিন ক্যাম্পাসে বেশ কিছুটা সময় কাটানোর পর নিজের ডিপার্টমেন্টেও যান কান পুরস্কার জয়ী অভিনেত্রী।

 

spot_img

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...