Saturday, November 8, 2025

নেদারল্যান্ডর-এর কাছে আটকে গেল ফ্রান্স, ম্যাচে খেলেননি এমবাপে

Date:

Share post:

ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ফ্রান্স। শুক্রবার রাতে তারা নেদারল্যান্ডর-এর সঙ্গে করল গোলশূন্য ড্র। একাধিক সুযোগ নষ্ট গ্রিজম্যানের। ম্যাচে খেলেননি কিলিয়ান এমবাপে।ম্যাচে নেদারল্যান্ডসের একটি গোল বাতিল হল অফসাইডের কারণে। যদিও তা থেকে আগামী দিনে বিতর্ক হতেই পারে।

ভাবা হয়েছিল উত্তেজক ম্যাচ হবে।কিন্তু হয়ে দাঁড়াল উল্টো। শুক্রবার ইউরো কাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স। নাকে চোটের কারণে খেলেননি এমবাপে। তার অভাব গোটা ম্যাচেই অনুভব করল ফ্রান্স। ম্যাচের ১৪ মিনিটের মাথায় খুবই সহজ সুযোগ নষ্ট করে ফ্রান্স। বক্সে বল পেয়েছিলেন আদ্রিয়েন । তাঁর সামনে একা গোলকিপার থাকলেও হাবিয়ঁ পাস দেন বাঁ দিকে থাকা গ্রিজম্যানকে। তবে গ্রীজম্যান সেই বল ধরতেই পারেননি। সামলাতে গিয়ে পড়ে যান। উঠে দাঁড়িয়ে বলের দখল নিলেও দ্রুত তাঁর পা থেকে বল কেড়ে নেন নেদারল্যান্ডসের ফুটবলারেরা। প্রথমার্ধে থাকে গোল শূন্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ফ্রান্স। যার ফলে ম্যাচের ৬৫ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ফ্রান্সের সামন। চুয়ামেনি বল বাড়ান থুরামকে। থুরাম ব্যাক হিল করে বল দেন ওসমানে দেম্বেলেকে। সেই বল পৌঁছায় গ্রিজম্যানের কাছে। তবে এবারও ব্যর্থ হন। গোলের থেকে কয়েক ইঞ্চি দূরে থাকা গ্রিজম্যান বল বাঁ পায়ে রিসিভ করে বাঁ পায়েই শট মারতে যান। সেই বল ডাচ কিপার বার্ট ভারব্রুগেনের পায়ে লেগে তা কর্নার হয়ে যায়। তবে এরই মধ্যে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ফ্রান্সের বক্সের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল। সেখান থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট মারেন জাভি সিমন্স। বল জালে জড়ালেও লাইন্সম্যান অফসাইডের নির্দেশ দেন। যদিও সেই নিয়ে বিতর্ক আছে। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি দুদল।

আরও পড়ুন- ফেডারেশন কর্তাদের দিকেই তোপ স্টিম্যাচের

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...