Friday, January 9, 2026

অভাবের তাড়নায় কাজ করতে গিয়েই বিপত্তি! আমেরিকায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

Date:

Share post:

সংসারে অভাবের তাড়নায় পাড়ি দিয়েছিলেন মার্কিন মুলুকে। কিন্তু সেখানে গিয়ে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh)এক যুবক। শুক্রবার আমেরিকার (USA) একটি মুদির দোকানে হামলা চালায় বন্দুকবাজ। সেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যান তিনজন। তার মধ্যে একজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দাসারি গোপীকৃষ্ণ (Dasari Gopikrishan)। প্রাথমিকভাবে জানা যায়, আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। আহত ১০। পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানান, ওই বন্দুকবাজের নাম ট্র্যাভিস ইউজিন।


শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ আরকানসাস প্রদেশে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রোজকার মতো এদিনও ওই মুদির দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সকলেই ব্যস্ত ছিলেন কেনাকাটায়। কিন্তু আচমকাই সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে ওই আততায়ী। সামনে যাকে দেখতে পায় তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই গুলি লাগে গোপীকৃষ্ণের শরীরেও। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কয়েকজন। এদিকে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় আরকানসাস পুলিশ। পরে ওই আততায়ীর সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের।

এদিকে পুলিশের গুলিতে জখম হয় ওই বন্দুকবাজ। তারপর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরদিন প্রকাশ্যে এসেছে মৃতদের পরিচয়। সেখানেই জানা যায়, মৃতদের তালিকায় রয়েছেন ৩২ বছর বয়সি দাসারি গোপীকৃষ্ণ। অন্ধ্রপ্রদেশ থেকে আট মাস আগে কাজের খোঁজে আমেরিকায় গিয়েছিলেন তিনি। তারপরে আরকানসাসের ম্যাড বুচার মুদি দোকানের বিলিং সেকশনে কাজ করতেন। এদিকে অন্ধ্রপ্রদেশেই রয়েছেন তাঁর স্ত্রী ও পুত্র। দাসারির মৃত্যুর খবরে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তাঁরা।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...