Educare Excellence Award – এ সম্বর্ধিত দোলা বন্দ্যোপাধ্যায়

অনুষ্ঠানের আয়োজনে ছিল অরণ্য বাংলা ফাউন্ডেশন ট্রুরব্র্যান্ড মাল্টিপ্লেক্স

বাংলাদেশ এবং ভারতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে রবিবার অনুষ্ঠিত হয়ে গেলো ‘Educare Excellence Award’ । কলকাতা সায়েন্স সিটিতে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিইও এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর। অধ্যাপক সুজয় বিশ্বাস , মানবাধিকার কর্মী ড. শালিনী দাস সহ বিশিষ্টরা।

অনুষ্ঠানের আয়োজনে ছিল অরণ্য বাংলা ফাউন্ডেশন ট্রুরব্র্যান্ড মাল্টিপ্লেক্স। এখানে জাতীয়স্তরে Photography skill এর জন্য পুরস্কৃত হন দোলা বন্দ্যোপাধ্যায়।