Thursday, August 21, 2025

জেল থেকে বেরোলেন ভাঙড়ের আরাবুল, লোকসভায় তৃণমূলের সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন?

Date:

Share post:

হাইকোর্টে জামিন মিলেছিল গতকাল, মঙ্গলবার। আর আজ, বুধবার প্রায় চারমাস পর জেল থেকে মুক্তি পেলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam) এদিন বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পান আরাবুল। আর জেলমুক্তির পরই অনুগামী, সমর্থকদের আবেগ, ভালোবাসায় জোয়ারে ভাসলেন। জেলমুক্তির পর আপ্লুত আরাবুল ইসলাম কিছুটা অসুস্থ হলেও চেনা মেজাজে পাওয়া গেল তাঁকে। আরাবুল ইসলামের স্পষ্ট বার্তা, ভাঙড় থেকে তাঁকে সরানো যাবে না! তিনি ভাঙড়ের ভূমিপুত্র। ভাঙড়েই আছেন! আর ভাঙড়ের মানুষও তাঁর সঙ্গে আছে।

এদিকে, ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তাঁর নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, তাঁর দল তৃণমূলের বার্তা স্পষ্ট, আরাবুল জামিন পেলেও দলে এখন তিনি গুরুত্বহীন। অন্যদিকে, আরাবুলের (Arabul Islam) প্রতিক্রিয়া তাঁকে সরানো সহজ হবে না। আরাবুলের কথায়, “আমি নির্বাচিত জন প্রতিনিধি। পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটে আমি সভাপতি হয়েছি।”

এদিন জেল থেকে বেরনোর পরই উপস্থিত সংবাদ মাধ্যমকে লোকসভা ভোটে তৃণমূলের সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে আরাবুলের সোজাসাপটা জবাব, এই ফলাফল দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কৃতিত্ব। তাঁদের পরিশ্রমেই সাফল্য পেয়েছে তৃণমূল। তাঁদের দেখেই তৃণমূলকে ভোট দিয়েছে মানুষ। তাই নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দোপাধ্যায় যাতে সুস্থ ও ভালো থাকেন সেই প্রার্থনাও করেন আরাবুল। সেইসঙ্গে ভাঙড়ের মানুষও যাতে সুস্থ ও ভালো থাকে, সেই প্রার্থনাও করেন তিনি।

আরও পড়ুন:নিট কাণ্ডে নজরে নিউটাউন, অভিজাত আবাসনে CBI হানা

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...