Monday, November 10, 2025

রাম মন্দিরে পুরোহিতদের পোশাকের রং বদল,মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা জারি

Date:

Share post:

অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলেছে প্রায় ছয় মাস। এর মধ্যেই মন্দিরের একাধিক নিয়মে বদল আনা হল। জানা গিয়েছে, জুলাই মাস থেকেই অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের পোশাকের রং সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার আর গেরুয়া বসন নয় এবারে মন্দিরে পুরোহিতদের রামলালার সেবা করতে হলে পরতে হবে হলুদ রঙের পোশাক। মাথায় হলুদ রঙের পাগরি, পরনে থাকবে হলুদ রঙের ধুতি পাঞ্জাবি। সেই পোশাক পরেই রামলালার সেবা করতে পারবেন পুরোহিতরা। শুধু তাই নয়, মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না পুরোহিতরা।

এতদিন অযোধ্যার রাম মন্দিরে শুধুমাত্র পুরোহিতরাই স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করতে পারতেন। কিন্তু এবার তারাও সেটা করতে পারবেন না। সেই সঙ্গে পাঁচ ঘণ্টার শিফটে কাজ করবেন সেখানকার কর্মীরা। এমনই জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রামমন্দির কমিটি। আসলে রাম মন্দিরের চুঁইয়ে জল পরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই স্মার্ট ফোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েক দিন আগেই অযোধ্যায় বর্ষার প্রবল বর্ষণে রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়তে দেখা গিয়েছে। পরে রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় যে ছাদে জল বের করার তেমন সুবন্দেবস্ত নেই, সেকারণেই এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সেটি সামাল দেওয়া হচ্ছে। রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম বর্ষণ। সেকারণেই কী কী সমস্যা হতে পারে আগে থেকে আঁচ করা যায়নি।

এদিকে তার পরেই রাম মন্দিরের ট্রাস্টের সদস্য দাবি করেছিলেন গর্ভগৃহে তেমন কোনও জল পড়ার ঘটনা ঘটেইনি। যেটা ঘটেছিল সেটা বাইরের কোনও একটা জায়গায়। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে হিয়েছিল। মন্দিরের এই বেহাল দশার কথা জানান প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। যার পর কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেন, ভোটের বাজারে ফায়দা তুলতে তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধন করেছিল বিজেপি। তার ফলেই বিপত্তি হয়েছে।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...