Wednesday, November 12, 2025

ওষুধ ব্যবহারের বিকল্প পদ্ধতি জানিয়ে বিপাকে সামান্থা!

Date:

Share post:

ভাইরাল ওষুধ গ্রহণের বিকল্প পদ্ধতির কথা সমাজমাধ্যমে জানিয়ে বিপাকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। নায়িকা তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে নেবুলাইজারের সাহায্যে ভাইরাল ওষুধ গ্রহণ করছেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন,’একটি সাধারণ ভাইরালের জন্য ওষুধ গ্রহণ করার আগে, একটি বিকল্প পদ্ধতির চেষ্টা করার কথা বিবেচনা করুন। একটি বিকল্প হল হাইড্রোজেন পারক্সাইড এবং পরিশুদ্ধ জলের মিশ্রণ দিয়ে নেবুলাইজ করা, যা ম্যাজিকের মতো কাজ করে। খুব প্রয়োজন না থাকলে ওরাল মেডিসিন এড়িয়ে চলুন।’ এরপরই সমাজমাধ্যমে জোর আলোচনা শুরু হয়। নায়িকা যা বলছেন তা কতটা ঠিক সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই মুম্বইয়ের ওকহার্ট হাসপাতালের (Wockhardt Hospitals)ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের চিকিৎসক ঋতুজা উগালমুগলে দাবি করেন যে অভিনেত্রী ভুল তথ্য দিচ্ছেন। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যে হাইড্রোজেন পারক্সাইড এবং ডিস্টিল্ড বা পরিশুদ্ধ জলের নেবুলাইজেশন উভয়ই শরীরে ঝুঁকি নিয়ে আসে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় নিজেকে চিকিৎসক বলে দাবি করে একজন লেখেন, যে সামান্থাকে বিকল্প থেরাপি এবং চিকিত্সা নিয়ে আলোচনা করার জন্য এবং তাঁর পোস্টের জন্য জরিমানা বা জেল হওয়া উচিত।এরপরই পাল্টা জবাব দেন নায়িকা।

সামান্থা স্পষ্ট জানান যে নির্দিষ্ট কোনও চিকিৎসাকে প্রচার করার জন্য তিনি এই পোস্ট করেননি। শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন মাত্র। কিন্তু তাঁর মতো তারকা কি চাইলেই নিজের ইচ্ছেমতো পোস্ট দিতে পারেন? মানে সামাজিক দিক থেকে তাঁর একটা দায়বদ্ধতা থাকবে না? এর প্রত্যুত্তরে সামান্থা জানান, গত কয়েক বছর ধরে তাঁকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়েছে। উচ্চ যোগ্য পেশাদারদের পরামর্শ অনুযায়ী এবং যথেষ্ট গবেষণা করার পরই সাধারণ মানুষের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তিনি বলছেন যে চিকিৎসার কথা তিনি জানিয়েছেন তার সম্পর্কে এক উচ্চ প্রশিক্ষিত যোগ্য ডাক্তারের কাছে জেনেছেন। সেই বিশেষজ্ঞ গত ২৫ বছর ধরে ডিআরডিওতে সেবা করেছেন। তিনি, প্রচলিত ওষুধের উপর তাঁর সমস্ত পরীক্ষানিরীক্ষার পরে এই বিকল্প থেরাপির পক্ষে পরামর্শ দিয়েছেন বলেই দাবি নায়িকার।

spot_img

Related articles

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...