তামিলনাড়ুতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। চেন্নাইয়ে খুন হলেন বহুজন সমাজ পার্টির (Tamilnadu Chief of BSP) প্রধান কে আর্মস্ট্রং (K Armstrong)। বাড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই বাইকে করে এসে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। রীতিমতো সিনেমাটিক কায়দায় কুপিয়ে খুন করা হয় আর্মস্ট্রংকে (K Armstrong murder)। দুষ্কৃতীরা পলাতক, তদন্তে নেমেছে চেন্নাই পুলিশ (Chennai Police)। শুক্রবার রাতের এই ঘটনার পর থেকে চেন্নাই জুড়ে বিএসপির (BSP )কর্মী সমর্থকদের বিক্ষোভ শুরু হয়েছে।

৫২ বছর বয়সী নেতা আর্মস্ট্রং পেশায় আইনজীবী ছিলেন। ২০০৬ সালে চেন্নাই কর্পোরেশন কাউন্সিলের ভোটে জিতেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাইকে করে ছ’জন দুষ্কৃতী এসেছিল এবং প্রত্যেকের কাছে ধারালো অস্ত্র ছিল। আর্মস্ট্রংকে একাধিক বার কুপিয়ে তারা পালিয়ে যায়। দলের কর্মী এবং আর্মস্ট্রংয়ের পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে পুলিশের হাতে আট জন সন্দেহভাজনের নাম রয়েছে। ইতিমধ্যেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়ে পথে নেমেছেন দলের কর্মী এবং সমর্থকেরা। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই ১০টি স্পেশাল টিম তৈরি করেছে চেন্নাই পুলিশ। বিএসপি নেতার বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ দেখে দেখে তদন্ত করছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

