দেশজুড়ে যখন কন্যাসন্তানের জন্ম, শিক্ষার অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে বলে দাবী করছে কেন্দ্রীয় সরকার, ঠিক তখনই জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) সম্পূর্ণ অন্য ছবি। সন্তান হিসেবে মেয়ে পছন্দ না করায় যমজ সদ্যোজাতর গলা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে।

দিন কয়েক আগে রাজধানী দিল্লিতে সদ্যোজাত দুই ফুটফুটে কন্যাসন্তানকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ভূস্বর্গে। দুই কন্যা সন্তানের গলার নলি কেটে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ খুরশিদ নামের ওই ব্যক্তি পুলিশের জেরার মুখে জানান, বংশে কন্যাসন্তান চান না বলেই সদ্যোজাতদের নিজে হাতে খুন করেছেন। ওই ব্যক্তির বাড়ি থেকে শিশুকন্যাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুঞ্চের চাইজ্জলা কায়ানি গ্রামের এই ঘটনায় হতবাক দেশের সচেতন নাগরিকরা।
