Thursday, August 21, 2025

ছেলে বিদেশে যাবে, ১০ দিনের প্যারোল মঞ্জুর সাজাপ্রাপ্ত বাবার!

Date:

Share post:

বন্দির ছেলে উচ্চশিক্ষার সূত্রে বিদেশে যাচ্ছেন, খুশির এই মুহূর্তে বন্দির প্যারোল মঞ্জুর করল মুম্বই হাইকোর্ট (Mumbai High Court)। অনেক সময় বাড়িতে বা আত্মীয়দের কোনও দুর্ঘটনা ঘটলে তখন জেলবন্দিরা প্যারোলে সাময়িকভাবে মুক্তি পেয়ে থাকেন। এক্ষেত্রে আনন্দের মুহূর্তে কেন প্যারোল মিলবে না? এই প্রশ্ন তুলে বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডে বিবেক শ্রীবাস্তব নামের এক ব্যক্তিকে প্যারোল দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আদালত সূত্রে জানা যায় বিবেক শ্রীবাস্তব আদালতে জানান যে তাঁর ছেলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এই সময়ে পরিবারের পাশে থাকা জরুরি। সেই সঙ্গে তিনি ছেলেকে বিদায়ও জানাতে চান তার দেশ ছাড়ার আগে। তাই তিনি প্যারোলের আবেদন করেন। বিরোধীপক্ষের তরফে বলা হয় কোনও বন্দিকে জরুরি প্যারোল পরিস্থিতিতে দেওয়া হয়। শুধুমাত্র ছেলেকে বিদায় জানাতে এবং তার পড়াশোনার খরচ জোগাতে কেউ প্যারোলে মুক্তি পেতে পারেন না। এ প্রসঙ্গে বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ জানায় যে, বন্দিকে সাময়িকভাবে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া যায়। বহির্জগতের সঙ্গে যাতে তাঁদের যোগাযোগ অক্ষুণ্ণ থাকে এবং পারিবারিক সম্পর্ক যাতে অটুট থাকে, তা নিশ্চিত করতেই এই প্যারোলে মুক্তির নিয়ম রয়েছে। এটা আসলে ‘মানবিক উদ্যোগ’ বলেই পর্যবেক্ষণ মুম্বই আদালতের। ২০১২ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত হন শ্রীবাস্তব। ২০১৮ সালে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। আপাতত তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ছেলে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় এক মাসের জন্য মুক্তি চেয়েছিলেন তিনি। আদালত ১০ দিনের জন্য শর্তসাপেক্ষে প্যারোল মঞ্জুর করেছে।


spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...