ভূমিকম্পে জেরবার উত্তরের পার্বত্য এলাকা, ধসে বন্ধ জাতীয় সড়ক

রেমাল ঘূর্ণিঝড়ের সময় থেকেই প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরের পার্বত্য এলাকা। অবিরাম বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় একদিকে বন্যা পরিস্থিতির আশঙ্কার মাঝেই এবার ভূমিকম্পে জেরবার উত্তর সিকিম (landslide in North Sikkim)। বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মঙ্গন এলাকায় আচমকা কম্পনের কারণে দশ নাম্বার জাতীয় সড়কে ফের ধসে যায় রাস্তা। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তার মাঝে বড় বড় ফাটল দেখা দেওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর ভূমিকম্পের কারণে সিকিম সংলগ্ন বাংলা সীমান্তের ধারা এলাকায় জাতীয় সড়কও ধসে গিয়েছে। মঙ্গন জেলার নাগা (Naga)গ্রামের একাধিক জেলা ধসে চাপা পড়ে গেছে বলে খবর।

শুক্রবার বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রবিবার সকালে ফের ভারী বৃষ্টি শুরু হয়। এর ফলে ধস নামে রাস্তায়। মাটি নরম হয়ে যাওয়ার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। মঙ্গন থেকে নাগার সংযোগকারী রাস্তাতেও ধস নামায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক এখনো স্বাভাবিক হয়নি। গরু বাথান হয়ে লাভার লোলেগাঁও এর দিক দিয়ে সিকিম যেতে হচ্ছে। যদিও এই রাস্তায় বড় গাড়ি যেতে পারছে না। অন্যদিকে কালিম্পং থেকে দার্জিলিংয়ের যাওয়ার রাস্তা কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরলেও প্রশাসন এখনও গাড়ি চলাচলের অনুমতি দেয়নি।


Previous articleকোপার ফাইনালে বিশেষ চমক, গান গাইবেন শাকিরা, ক্ষুব্ধ কলম্বিয়ার কোচ
Next articleতৃণমূলকে নকল! ২১ জুলাইকে ব্যবহারের চেষ্টা: বিজেপিকে তোপ কুণালের