Sunday, May 4, 2025

লোডশেডিং-এর সম্পর্ক নেই, মানিকচকে উন্নয়নে বাধা দিচ্ছেন একাংশ: বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

মালদহের মানিকচকের ঘটনার সঙ্গে লোডশেডিং-এর কোনও সম্পর্ক নেই। দাবি করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লোডশেডিং (Load shedding) শব্দটি তুলে দিয়েছেন। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিদ্যুতের কোনও সমস্যা নেই। অন্যান্য রাজ্যে যেখানে গড়ে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হয়, সেখানে এই রাজ্যে কোথাও একমিনিটও হয় না।বৃহস্পতিবার, এক প্রেস বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী জানান, মানিকচকের এনায়েতপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এটি কোনও লোডশেডিংজনিত ঘটনা নয়। পশ্চিমবঙ্গের কোথাও কোনও লোডশেডিং হয় না। ওই এলাকায় উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আর মাত্র ৩টি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। মালদহ পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত 132 KV HT Line করার জন্য ৮৯টি টাওয়ারের মধ্যে ৮৬টির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ৩টি টাওয়ার বসানো নিয়ে সমস্যা। মালদহের ইংলিশবাজারে এই তিনটি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। মূল সমস্যা হল, এই ইংলিশবাজারে কিছু স্থানীয় মানুষের অসহযোগিতার জন্য তিনটি টাওয়ার বসানোর কাজ করা যাচ্ছে না।

অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, “দীর্ঘ ১০ মাস ধরে বিদ্যুৎ দফতর, পুলিশ, প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। দরকার স্থানীয় মানুষের সহযোগিতা। আবারও সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করছি, ওই তিনটি টাওয়ার বসানোর কাজ করার জন্য আপনারা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করুন। উক্ত অঞ্চলে সার্বিকভাবে উন্নত বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে প্রয়োজন। আগামী ১৫ দিনের মধ্যে অন্যান্য জায়গার মতো উক্ত অঞ্চলেও উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হব।“

এদিন বিদ্যুৎ বিভ্রাটের জেরে মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকায় দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ কর্মীদের উপর ক্ষিপ্ত এলাকাবাসী চড়াও হয় এবং ব্যাপকভাবে মারধর করা হয় বলে অভিযোগ। অবরোধ তুলতে গিয়ে মাথা ফাটে মানিকচক থানার আইসির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। গুলিতে দুজন জখম হয়েছেন বলে এমনটাই অভিযোগ করেছে সিটু। এলাকায় নামানো হয় ব়্যাফ।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল (TMC) নেতা কুণাল (Kunal Ghosh) ঘোষ জানান, যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক। কয়েকজন পরিকল্পিত ভাবে পুলিশকে আক্রমণ করেছে। নির্দিষ্ট কয়েকটা পকেটে ধারাবাহিকভাবে সমস্যা হচ্ছে। মালদহের মানিকচকে যেখানে ঘটনা ঘটেছে সেখানে বিদ্যুৎ দফতর কাজ করছে। পাওয়ার গ্রিড থেকে মনিকচক আসার ৮৯ টি টাওয়ার দরকার। ৩টি বাকি। সেটার জন্য কয়েকজন ইচ্ছাকৃত ভাবে প্ররোচনা দিচ্ছেন, অসহযোগিতা করছেন যাতে কাজটা না করা যায়। লোডশেডিং নয়। পুলিশকে আক্রমণ করা হয়েছে। তারপর পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।






spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...