Friday, November 14, 2025

মধ্যপ্রদেশে নয়া ফতোয়া, দোকানের সামনে নিজের নাম-ফোন নম্বর বাধ্যতামূলক

Date:

Share post:

এবার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে নয়া ফতোয়া। কানোয়ার যাত্রার রুটে দোকানদারদের নিজেদের নাম লিখতে হবে। এবার উজ্জ্বয়িনীতে এই নির্দেশিকা জারি হয়েছে। পুরসভা নির্দেশ জারি করেছে, সমস্ত ব্যবসায়ীকেই দোকানের সামনে নিজের নাম, ফোন নম্বর ইত্যাদি লিখতে হবে। নিয়ম ভাঙলে প্রথমে ২ হাজার টাকা এবং পরের বার ৫ হাজার টাকা করে জরিমানা করা হবে।

উজ্জ্বয়িনীর মেয়র মুকেশ টাটওয়াল জানিয়েছেন, নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই নির্দেশ। এর সঙ্গে মুসলিম দোকানদারদের ‘টার্গেট’ করার কোনও সম্পর্ক নেই। উজ্জ্বয়িনী এক ধর্মীয় পবিত্র শহর। মানুষ এখানে ধার্মিক আস্থা নিয়ে আসেন। তাই দোকানের পরিষেবা নেওয়ার আগে মালিকের পরিচয় তাঁদের জানা দরকার। যাতে কোনও রকম অসন্তোষ থাকবে বা প্রতারিত হলে তিনি তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। তার দাবি, এই নির্দেশ ২০০২ সালেই দেওয়া হয়েছিল। কিন্তু একই রং ও একই আকারের সাইনবোর্ডের নির্দেশ থাকায় তা সব জায়গায় চালু করা যায়নি।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে যে রাস্তা দিয়ে কানোয়ার যাত্রা যাবে সব জায়গাতেই দোকানের মালিকের নাম লেখাটা বাধ্যতামূলক করা হয়েছে। যোগী সরকারের ফতোয়া, এবার কানোয়ার যাত্রার জন্য তিনটি রুট ব্যবহার করা হচ্ছে যেগুলি হল, মেরঠ, সহারনপুর এবং মুজফফরনগর। ওই অঞ্চলগুলিতে সব খাবারের দোকানে এই নিয়ম লাগু থাকবে। উত্তরপ্রদেশের মন্ত্রী কপিলদেব আগরওয়ালের অভিযোগ, শ্রাবণের পবিত্র মাসে, বহু মানুষ, বিশেষ করে কানোয়ারিরা নির্দিষ্ট ধরনের খাবার থেকে দূরে থাকেন। অথচ মুসলিমরা হিন্দু নাম ব্যবহার করে আমিষ খাবার বিক্রি করছে পুণ্যার্থীদের।তার আরও অভিযোগ, দোকানের সামনে লেখা হচ্ছে বিষ্ণু ধাবা সেন্টার, সকুম্বরি দেবী ভোজনালয়, শুদ্ধ ভোজনালয়, অথচ সেখানে বিক্রি হচ্ছে আমিষ খাবার। এটা বন্ধ করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...