Wednesday, November 12, 2025

এগিয়ে বাংলা, ৩৮% মহিলা সাংসদ: একুশের মঞ্চে নারীশক্তির জয়গান মমতার

Date:

Share post:

বাকিরা মুখে সংরক্ষণের কথা বলে। আর তৃণমূল (TMC) সুপ্রিমো সেটা করে দেখিয়েছেন। বাংলাই একমাত্র জায়গা যেখান থেকে সংসদে ৩৮% মহিলা সাংসদ রয়েছেন। আর এখানেও এগিয়ে বাংলা। রবিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও ফের একবার নারীশক্তির জয়গান মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee)। তিনি বলেন, বাংলাই একমাত্র জায়গা যেখানে আমাদের ৩৮ শতাংশ নির্বাচিত মহিলা সাংসদ রয়েছেন। অন্যরা প্রতিবছর দাবি করেন মহিলাদের জন্য ৩৩ শতাংশ রিজারভেশন চাই, কিন্তু ওঁরা করে দেখাতে পারে না। আমরাই একমাত্র দল যাঁরা পার্লামেন্টে (Parliament) এত মহিলা সাংসদ পাঠিয়েছি। ওঁরা আমাদের দলের সম্পদ।

সংসদে এবার তৃণমূলের মহিলা ব্রিগেডের জয়জয়কার। বাংলা থেকে ১১ জন মহিলা সাংসদ এবার দিল্লিতে। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে। ২০১৯ লোকসভায় দিল্লিতে বাংলা থেকে মহিলা তৃণমূল সাংসদের সংখ্যা ছিল ৯। এবারে তৃণমূল (TMC) প্রার্থী করেছিল মোট ১২ জন মহিলাকে। তার মধ্যে ১১ জনই জয়ী। সংসদে এবার নতুন মুখ রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মিতালী বাগ, জুন মালিয়া এবং শর্মিলা সরকার। পাশাপাশি রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্ররা।

প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে নারী ক্ষমতায়নের প্রতি জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আমলে সর্বক্ষেত্রে এগিয়ে এসেছেন মহিলারা। তাঁদের আরও এগিয়ে দিতে রূপশ্রী, কন্যাশ্রীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন মমতা। যেটা এখন অন্য রাজ্যের ক্ষমতাসীন দল নকল করছে। এই টাকায় মহিলারা স্বনির্ভর হওয়ারও স্বপ্ন দেখেছেন। অনেকেই শুরু করেছে নিজেদের ব্যবসা। বিধানসভাতেও তৃণমূল সদস্যদের সংখ্যা ৩৩ শতাংশের বেশি মহিলা।

বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিত্বে শুধুমাত্র মহিলাদের গুরুত্ব দেওয়া নয়, বর্তমান এবং আগামী দিনের মহিলা ভোটারদের দিকেও বিশেষ নজর দেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী।






spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...